টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৪ এএম, ০২ সেপ্টেম্বর ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম

ইনজুরির কারণে ক্রিকেট থেকে দূরে রয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। জিম্বাবুয়ের সফরে টি-টোয়েন্টি না খেলা তামিম ইকবাল ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজও খেলেননি। একই কারণে খেলছেন না নিউজিল্যান্ড সিরিজেও। এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নিলেন টাইগারদের এ ড্যাশিং ওপেনার।

বিশ্বকাপের আগে ইনজুরি থেকে ভালো হলেও বুধবার (১ সেপ্টেম্বর) তামিম ইকবাল নিজেই এ ঘোষণা দিয়েছেন। ফেসবুকে নিজের ভেড়িফায়েড পেজে এক ভিডিও বার্তায় তামিম এ তথ্য জানান।

তামিম জানান, দীর্ঘ দিন ধরে খেলা থেকে দূরে থাকায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবি সভপতি নাজমুল হাসান পাপন এবং প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন নান্নুকে ফোন করে বিষয়টি জানিয়েছেন। মূলত তার অনুপস্থিতিতে দলে যারা খেলেছেন তাদের দিকে তাকিয়ে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

তামিম বলেন, ‘কিছুক্ষণ আগে বোর্ড সভাপতি পাপন ভাই, প্রধান নির্বাচক নান্নু ভাইকে আমি ফোন করেছিলাম। ফোন করে তাদের সঙ্গে কিছু জিনিস আমি শেয়ার করেছি। যেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি তাদের বলেছি যে, আমার মনে হয় না যে আমার বিশ্বকাপ দলে থাকা উচিত।’

ইনজুরি থেকে ফিট হলেও বিশ্বকাপে না খেলার কারণ হিসেবে তামিম বলেন, ‘এর দুই-তিনটি কারণ আছে। সবচেয়ে বড় কারণ বেশ কিছুদিন ধরে আমি এই ফরম্যাটটা (টি-টোয়েন্টি) খেলছি না। আর দ্বিতীয়ত ইনজুরি।’

তিনি বলেন, ‘কিন্তু আমার মনে হয় না ইনজুরি এত বড় সমস্যা। আমি আশা করি যে, ওয়ার্ল্ড কাপের আগে ঠিক হয়ে যাবে। কিন্তু এ সিদ্ধান্ত নিতে যে ব্যাপারটা বড় ভূমিকা রেখেছে সেটি হলো- যেহেতু আমি সর্বশেষ ১৫-১৬টা টি-টোয়েন্টি খেলি নাই। এ সময়টাতে আমার জায়গায় যারা খেলছিল, আমার মনে হয় না এটা (নিজের খেলা) ফেয়ার হবে তাদের প্রতি। যদি আমি হঠাৎ করে এসে তাদের জায়গাটা নিয়ে নেই।’

বিশ্বকাপ না খেললেও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি অবসর নিচ্ছি না। আমি শুধু বিশ্বকাপ থেকে সরে দাঁড়াচ্ছি। আমার মনে হয় তরুণ যারা আমার জায়গায় খেলছে তারা ভালো সার্ভিস দিবে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টপ-অর্ডারদের দায়িত্ব নেওয়ার আহ্বান তামিমের

টপ-অর্ডারদের দায়িত্ব নেওয়ার আহ্বান তামিমের

শূন্যের শীর্ষে তামিম ইকবাল

শূন্যের শীর্ষে তামিম ইকবাল

আমি তরুণদের উপর ভরসা রাখছি : তামিম

আমি তরুণদের উপর ভরসা রাখছি : তামিম

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ১৪ হাজার

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ১৪ হাজার