রান করার উপায় খুঁজছে কিউইরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৭ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২১
রান করার উপায় খুঁজছে কিউইরা

উপমহাদেশের কন্ডিশনে বরাবরই মুখ থুবড়ে পড়ে অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ডের মতো দলগুলো। রান তোলার ক্ষেত্রে সবসময়ই তাদেরকে অতিরিক্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচেও কিউই ব্যাটসম্যানরা ব্যর্থতার খাতায় নাম তুলেছেন।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশি বোলারদের বোলিং তোপে মাত্র ৬০ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। সিরিজের বাকি ম্যাচগুলোতে ১০০ রান করার উপায় খুঁজছে নিউজিল্যান্ড। কিউইদের হেড কোচ গ্লেন পকনাল জানিয়েছেন, এখানে ১০০ রান করাই বেশ চ্যালেঞ্জিং।

এ বিষয়ে কিউই গুরু পকনাল বলেন, ‘দুই দলই বোলিং ভালো করেছে। দুই দলেই ভালো স্পিনার আছে। ক্রিকেটাররা স্লোয়ার বলের ভালো ব্যবহার করেছে। সেদিক থেকে দুই দলের বোলিংকে কাছাকাছিই মনে হয়েছে। এটাই এখন চ্যালেঞ্জ, কিভাবে আমরা ১০০ রানে যেতে পারি। আমার মনে হয় আমরা পারব।’

সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হারার পর বাংলাদেশের প্রশংসা করেছেন গ্লেন পকনাল। মাত্র ৯ রানে ৪ উইকেট হারিয়ে বসা নিউজিল্যান্ডের হার ধরার চেষ্টা করেছিল টম লাথাম এবং হেনরি নিকোলাস। যদিও তাদের প্রতিরোধের পর আর কেউ রান করতে না পারায় ৬০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের কন্ডিশনের থেকে বাংলাদেশের কন্ডিশন একদম ভিন্ন হওয়ায় উইকেট বুঝতে বিপাকে পড়েছে কিউইরা। তবে আগামী দুই-একদিনের মধ্যে দল ভালো কিছু করবে বলে বিশ্বাস করেন নিউজিল্যান্ডের হেড কোচ।

পকনাল বলেন, ‘অনেক কিছু শিখলাম। খুবই চ্যালেঞ্জিং ছিল। বাংলাদেশ দলটাও অনেক ভালো খেলেছে। আমরা কালকে এ ব্যাপারে পরিকল্পনা করবো। আরও বিস্তারিত আলোচনা করব। এরপর দেখি কি হয়। আমরা মনে হয় উইকেটের চরিত্র বুঝতে পারিনি। এতো কম রান নিয়ে খেলা চ্যালেঞ্জিং।’

নিকোলস এবং লাথামের জুটির সময় নিউজিল্যান্ড ভালো খেলছিল বলে মনে করেন কোচ। বলেন, ‘আমরা খুব ভালো করছিলাম যখন ল্যাথাম ও নিকলস জুটি গড়েছিল। ওরা যেভাবে খেলেছে সেখান থেকে আমরা ইতিবাচক কিছু নিতে পারি। ব্যাটসম্যান যারা আছে তাদের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে। আশা করি দুই দিনের মধ্যে ভালো কিছুই করতে পারব।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা নেগেটিভ হলেন ফিন অ্যালেন

করোনা নেগেটিভ হলেন ফিন অ্যালেন

চার নতুন মুখ নিয়ে কিউই সিরিজের পাকিস্তান দল ঘোষণা

চার নতুন মুখ নিয়ে কিউই সিরিজের পাকিস্তান দল ঘোষণা

এক ম্যাচ জয়েই তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

এক ম্যাচ জয়েই তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

অস্ট্রেলিয়া সিরিজ থেকেও কঠিন উইকেট ছিল : সাকিব

অস্ট্রেলিয়া সিরিজ থেকেও কঠিন উইকেট ছিল : সাকিব