বিশ্বকাপের ভিন্ন কন্ডিশন মানিয়ে নিতে পারবে বাংলাদেশ : সাইফউদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩১ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২১
বিশ্বকাপের ভিন্ন কন্ডিশন মানিয়ে নিতে পারবে বাংলাদেশ : সাইফউদ্দিন

জিম্বাবুয়ের সফরের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে সিরিজ হারের স্বাদ দিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ড সিরিজেও দুর্দান্তভাবে শুরু করেছে টাইগাররা। নিজেদের উইকেটে ব্যাটারদের চেয়ে এগিয়ে রয়েছে বোলাররা। যদিও উইকেট নিয়ে ভিন্ন মন্তব্যও রয়েছে। তবে টাইগার পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন মনে করেন, বিশ্বকাপে ভিন্ন কন্ডিশনে খেলতে হলেও প্রস্তুতি ম্যাচের মাধ্যমে মানিয়ে নিতে পারবে বাংলাদেশের বোলাররা।

তিনি বলেন, ‘বাংলাদেশ সর্বশেষ বেশ কয়েকটা ম্যাচ ভালো খেলে আসতেছে, আলহামদুলিল্লাহ। যদিও বিশ্বকাপে ভিন্ন কন্ডিশনে খেলতে হবে। তবে আমরা সেখানে প্রস্তুতি ম্যাচ খেলতে পারবো। আশা করি মানিয়ে নিতে পারবো।’

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলতে নামার আগে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিসিবির পাঠানো ভিডিও বার্তায় এমন কথা বলেন এই টাইগার পেসার।

নিজেদের বোলিং উইনিটের প্রসংশা করে সাইফউদ্দিন বলেন, ‘আমাদের বোলিং উইনিটে যারা আছে সবাই ভালো করে আসছে, জিম্বাবুয়ে সিরিজ থেকেই। সত্যি বলতে মিরপুরে আমাদের বোলারদের জন্য বাড়তি সুবিধা থাকেই। সামনে আমাদের বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচ আছে, দুবাইয়ে খেলা হবে। তা আমাদের জন্য খুব বেশি চ্যালেঞ্জিং হবে।’

‘এখানের অভিজ্ঞতা হয়তো খুব বেশি কাজে আসবে না। তবে কনফিডেন্সটা যদি নিয়ে যেতে পারি, ইনশা আল্লাহ। ওখানে আমরা প্রস্তুতির সুযোগটা পাব। আমরা চেষ্টা করবো যতটা সম্ভব উইকেটের সাথে মানিয়ে নিতে, তাহলে আমাদের জন্য ভালো হবে। ইনশা আল্লাহ, আমাদের বোলাররা ক্যাপাবল, অনেক জায়গায় অনেক পরিস্থিতে অনেক ম্যাচ খেলেছে। মানিয়ে নিতে পারবো আশা করি।’

তিনি আরও বলেন, ‘সামনে বিশ্বকাপ, টি-টোয়েন্টি এমন একটা খেলা, এখানে কে ফেবারিট এটা বলা মুশকিল। বিশেষ করে যে দিন যাদের ব্যাটে-বলে টাচ থাকবে, যে দল ভালো খেলবে তারাই জিতবে। এ জন্য কনফিডেন্স খুবই প্রয়োজন। আমরা যেহেতু জয়ের মধ্যে আছি। সামনের চারটি ম্যাচেও (নিউজিল্যান্ডের বিপক্ষে) যদি জিততে পারি, তাহলে বিশ্বকাপের বাছাইপর্ব ছাড়াও গ্রুপ পর্বের ম্যাচগুলো জন্য ভালো কাজে দেবে।’

মিরপুরের উইকেটে ব্যাটাররা ভালো করতে না পারলেও বোলাররা ভালো করছেন। বিশেষ করে পেস বোলাররা বেশি ভালো করছেন। সাইফউদ্দিন বলেন, ‘ অ্যাজ এ পেস বোলার যেহেতু সব কন্ডিশন ও উইকেটের সাথে মানিয়ে নিতে হবে। যেহেতু আমরা আসলে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করি, এখন আমাদের সামনে যে উইকেট সে হিসেবে আমাদের বল করার চেষ্টা করি।’

‘হ্যাঁ, পরের ম্যাচে উইকেটের আচরণ যদি পরিবর্তন হয় তাহলে আমরা ইউর্কার বা স্লো বাউন্সার ওদিকে যাব। আসলে এখানে কাটাররা বেশি কার্যকরী তাই আমরা এখন এটা বেশি করছি। কয়েকটা ম্যাচ যদি ব্যাটিং ফ্র্যান্ডলি হয় তখন আমরা অন্যকিছু চেষ্টা করবো। এছাড়া আমাদের বোলিং কোচ বা হেড কোচ যখন যেভাবে পরামর্শ দেন আমরা সেভাবে চেষ্টা করি।’

সাইফউদ্দিন আরও বলেন, ‘আসলে আমরা যখন ম্যাচ জিতি তখন শুধু আমরা নই, সারা বাংলাদেশের মানুষ খুশি হয়। দিন শেষে আসলে সবাই বাংলাদেশের জয়টাই দেখতে চায়। হয়তোবা কন্ডিশন একটু ডিফারেন্ট, কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাচ জিতার জন্যই খেলি। ১০০ বা ৯০ রান চেস করে হোক, আমাদের কাছে জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সামনে বিশ্বকাপ, ফিটনেসে ছাড় দিতে রাজি নন সাইফউদ্দিন

সামনে বিশ্বকাপ, ফিটনেসে ছাড় দিতে রাজি নন সাইফউদ্দিন

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা অক্টোবরের প্রথম সপ্তাহে

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা অক্টোবরের প্রথম সপ্তাহে

বিশ্বকাপের আগেই বিসিবির নতুন সভাপতি, কমিশন গঠন

বিশ্বকাপের আগেই বিসিবির নতুন সভাপতি, কমিশন গঠন

এক ম্যাচ জয়েই তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

এক ম্যাচ জয়েই তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ