বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা অক্টোবরের প্রথম সপ্তাহে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০১ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা অক্টোবরের প্রথম সপ্তাহে

চলতি বছরের ১৭ অক্টোবর শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের অংশ নেওয়ার জন্য চলতি বছরের ৪ অক্টোবর দেশ ছাড়বে টাইগাররা। ওমানে কোয়ারেন্টাইন শেষ করে প্রস্তুতি ম্যাচে খেলে বিশ্বকাপের মূলপর্বে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (২ আগস্ট) মিরপুরের গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান। আকরাম খান জানান, চলতি বছরের ৪ অক্টোবর ওমান যাবে বাংলাদেশ। সবকিছু ঠিক করা হয়েছে। আইসিসি স্বীকৃত প্রস্তুতি ম্যাচের বাইরে আরও একটি ম্যাচ খেলার চেষ্টা চলছে বলে জানান তিনি।

আকরাম খান বলেন,‘আমরা ৪ অক্টোবর ওমানে চলে যাব। সেখানে ট্রেনিং করব। ওমান থেকে দুবাইয়ে এসে প্রস্তুতি ম্যাচ খেলবো। সবকিছু ঠিক আছে।’

বাংলাদেশ থেকে সরাসরি ওমানে যাবে বাংলাদেশ। সেখানে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ। ক্যাম্প শেষে ওমান থেকে দুবাইয়ে এসে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একটি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা । অপর প্রতিপক্ষ নিয়ে এখনও নিশ্চিত নয় বিসিবি। তবে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ডের নাম উঠে এসেছে। তবে আইসিসি স্বীকৃত এ দুই ম্যাচের বাইরে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ।

এ বিষয়ে আকরাম খান বলেন, ‘একটি দল শ্রীলঙ্কা। আরেকটি দল দেখতে হবে। দুইটা প্রস্তুতি ম্যাচ আমরা খেলছি। আইসিসির সূচি অনুযায়ীই।’

নির্ধারিত সময়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে না পারায় বিশ্বকাপের প্রাথমিক পর্বে মাঠে নামবে বাংলাদেশ। প্রাথমিক পর্বে বাংলাদেশ খেলবে গ্রুপসঙ্গী ওমান, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনি। গ্রুপে শীর্ষ দুইয়ে থাকলে তবেই বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের আগেই বিসিবির নতুন সভাপতি, কমিশন গঠন

বিশ্বকাপের আগেই বিসিবির নতুন সভাপতি, কমিশন গঠন

এক ম্যাচ জয়েই তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

এক ম্যাচ জয়েই তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকা প্রকাশ করলো বিসিবি

চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকা প্রকাশ করলো বিসিবি

তামিমের সিদ্ধান্তে পাপনের সায়

তামিমের সিদ্ধান্তে পাপনের সায়