আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, রাহুলকে জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৩ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২১
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, রাহুলকে জরিমানা

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিনে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল। অসন্তোষ প্রকাশ করায় রাহুলকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হবে। পাশাপাশি যুক্ত হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।

ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ৪৬ রানে আউট হন লোকেশ রাহুল। যদিও প্রথমে ফিল্ড আম্পায়াররা আউট দেননি। পরবর্তীতে ইংল্যান্ড রিভিউ নিলে রাহুলের আউট হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

ভিডিও বিশ্লেষণে দেখা যায়, জেমস অ্যান্ডারসনের করা বলটি রাহুলের ব্যাট ছুয়ে ইংলিশ উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর গ্লাভসে জমা হয়। এরপরই মাঠ ছাড়ার সময় আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন রাহুল।

ম্যাচের তৃতীয় দিন শেষে দুই অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ এবং রিচার্ড ইলিংর্থ এ বিষয়ে অভিযোগ করেন। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যাচ রেফারি ক্রিস ব্রড রাহুলকে জরিমানা করেন এবং ডিমেরিট পয়েন্ট দেন।

লোকেশ রাহুল এ সিদ্ধান্ত মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির দরকার হয়নি। ওভাল টেস্টের তৃতীয় দিন শেষে রোহিত শর্মা সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৭০ রান করে ভারত।

প্রথম ইনিংসে শার্দুল ঠাকুর এবং বিরাট কোহলি সেঞ্চুরিতে ১৯১ রান করেছিল ভারত। জবাবে ২৯০ রানে অলআউট হয় ইংল্যান্ড। সিরিজের তিন ম্যাচ শেষে ১-১ সমতায় আছে দুইদল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতীয় দলে করোনার হানা

ভারতীয় দলে করোনার হানা

পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকবে না কোনো চমক

পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকবে না কোনো চমক

স্টোকসকে বিশ্বকাপে পাওয়া নিয়ে শঙ্কা

স্টোকসকে বিশ্বকাপে পাওয়া নিয়ে শঙ্কা

আফগান ক্রিকেটে ভারতীয় আধিপত্য কমাবে তালেবানরা : শহীদ আফ্রিদি

আফগান ক্রিকেটে ভারতীয় আধিপত্য কমাবে তালেবানরা : শহীদ আফ্রিদি