আবারও শঙ্কায় আফগানিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৩ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২১
আবারও শঙ্কায় আফগানিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট

চলতি বছরের নভেম্বরে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে আফগানিস্তান। সে সিরিজ নিয়ে আবারও শঙ্কা তৈরি হয়েছে। তালেবানদের অনুমতি পেলেও অস্ট্রেলিয়া সরকারের সবুজ সংকেত নিয়ে তৈরি হয়েছে। সরকারের অনুমতির অপেক্ষায় আছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

তালেবানরা ক্ষমতায় আসার পর আফগানিস্তানের অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে তৈরি শঙ্কা তৈরি হয়েছিল। তবে তালেবান সরকার অনুমতি দেওয়ায় আফগানিস্তানের পক্ষ থেকে আর কোনো বাঁধা নেই। তবে এখন অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় সিএ। এতেই আবারও শঙ্কায় পড়েছে এ সিরিজটি।

আফগানিস্তানের সিরিজ নিয়ে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন সিএর প্রধান নির্বাহী কর্মকর্তা নিক হকলি। তিনি বলেন, ‘এটা খুবই জটিল এবং চ্যালেঞ্জিং সময়। এখানে ক্রিকেটের বাইরেও অনেকগুলো বিষয় আছে। এখন যে পরিস্থিতি এতে আফগানিস্তান আইসিসির পূর্ণ সদস্য এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা খেলবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আইসিসির সাথে এ বিষয়টি নিয়ে কাজ করছি। অস্ট্রেলিয়া সরকার যেভাবে বলবে আমরা সেভাবেই কাজ করবো। আমরা সরকারের অনুমতির জন্য আবেদন করেছি। এখনও কোনো উত্তর পাইনি।’

চলতি বছরের ২৭ নভেম্বর থেকে হোবার্টে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচ আয়োজন করার কথা ছিল। তবে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে ক্রিকেট ভবিষ্যত নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে তালেবান সরকার অনুমতি দেওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের অংশগ্রহণ নিয়ে কোনো শঙ্কা নেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য অক্টোবরের প্রথম সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছে আফগানিস্তান। এ সিরিজের সম্ভাব্য ভেন্যু হতে পারে কাতার কিংবা সংযুক্ত আরব আমিরাত। তবে সিরিজের সূচি কিংবা ভেন্যু কোনোটিই এখনও চূড়ান্ত করা হয়নি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ না খেলা তামিম খেলতে চান নেপালে

বিশ্বকাপ না খেলা তামিম খেলতে চান নেপালে

রান পেতে ব্যাটসম্যানদের বিশেষ পরামর্শ প্রিন্সের

রান পেতে ব্যাটসম্যানদের বিশেষ পরামর্শ প্রিন্সের

মিসবাহ-ওয়াকারের বিদায়, জাতীয় দলে ফিরছেন আমির

মিসবাহ-ওয়াকারের বিদায়, জাতীয় দলে ফিরছেন আমির

দুর্নীতির দায়ে নিষিদ্ধ আমিরাতের ক্রিকেটার গোলাম শাব্বির

দুর্নীতির দায়ে নিষিদ্ধ আমিরাতের ক্রিকেটার গোলাম শাব্বির