জাহানারা-সুলতানাদের জিম্বাবুয়ে সফর চূড়ান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১২ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২১
জাহানারা-সুলতানাদের জিম্বাবুয়ে সফর চূড়ান্ত

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে মাঠে গড়াবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। ১০ দলের এ বাছাই পর্বের আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে নারী দলের এ সিরিজ।

নারী দলের এ সিরিজের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরি নাদেল। তিনি জানিয়েছেন বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতির জন্য সিরিজটি মাঠে গড়াচ্ছে।

তিনি বলেন, ‘বিসিবি এবং জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এ সিরিজ নিয়ে আলোচনা করেছে। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বিষয়টি চূড়ান্ত হয়েছে।’

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের আগে সিরিজটি অনুষ্ঠিত হওয়ায় সিরিজটি ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নাদেল। এছাড়াও বিশ্বকাপ বাছাই পর্বের আগে এটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেও কাজ করবে বলে মনে করেন তিনি।

সর্বশেষ ২০২০ সালে ফেব্রুয়ারী-মার্চে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ নারী দল। ২০১৯ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল তারা। করোনাভাইরাস মহামারির কারণে কোনো সিরিজ আয়োজন করতে না পারায় ৬০ জন নারী ক্রিকেটারদেরকে নিয়ে ক্যাম্প শুরু করেছে বিসিবি।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত ক্যাম্পে ছিলেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২২ নারী ক্রিকেটার। চলতি বছরের ১৪ আগস্ট থেকে শুরু হওয়া এ ক্যাম্প দুইটি ধাপে শেষ হয়েছে। ক্যাম্প শেষে নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি টুর্নামেন্টও খেলেছিল জাহানারা-সুলতানারা। মূলত বাছাই পর্বকে সামনে রেখে এ ক্যাম্প আয়োজন করেছিল বিসিবি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ওমরাহ পালন করতে যাচ্ছেন ছয় সাত ক্রিকেটার

ওমরাহ পালন করতে যাচ্ছেন ছয় সাত ক্রিকেটার

শীর্ষস্থান হারালেন সাকিব, সেরা দশে মোস্তাফিজ

শীর্ষস্থান হারালেন সাকিব, সেরা দশে মোস্তাফিজ

বিশ্বকাপের পর ভারতীয় কোচিং প্যানেলে আসছে পরিবর্তন

বিশ্বকাপের পর ভারতীয় কোচিং প্যানেলে আসছে পরিবর্তন

রেকর্ডগড়া সেঞ্চুরিতে নিজেকে চেনালেন ওমানের জাতিন্দর

রেকর্ডগড়া সেঞ্চুরিতে নিজেকে চেনালেন ওমানের জাতিন্দর