মাস্কাট-আবুধাবি পর্বের সূচি প্রকাশ, বিশ্বকাপের আগে টাইগারদের দুটি প্রস্তুতি ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৭ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২১
মাস্কাট-আবুধাবি পর্বের সূচি প্রকাশ, বিশ্বকাপের আগে টাইগারদের দুটি প্রস্তুতি ম্যাচ

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ৩ অক্টোবর ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগের থেকে জানা তারিখ ঠিক রেখেই মাস্কাট ও আবুধাবি পর্বে টাইগারদের সূচি জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রকাশিত সূচি অনুযায়ী, বিশ্বকাপে নিজেদের প্রথম পর্বে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

চলতি বছরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর বেশ আগেই দেশ ছাড়বে বাংলাদেশ দল। পরিবেশের সাথে মানিয়ে নিতে নিজ খরচে বিশ্বকাপের ভেন্যু ওমানে অনুশীলন পর্ব করবে বাংলাদেশ। অনুশীলন পর্ব শেষে শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

চলতি বছরের ৩ অক্টোবর ঢাকা ছাড়বে টিম টাইগার্স। ওমানে গিয়ে ২৪ ঘণ্টার কোয়ারেন্টাইন পর্ব শেষ করে অনুশীলনে নেমে পড়বে মাহমুদউল্লাহ বাহিনী।

কোয়ারেন্টাইন পর্ব শেষ করে ৫ অক্টোবর প্রথম অনুশীলন করবে বাংলাদেশ। ওমানে টানা তিন দিন অনুশীলন করে সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি ম্যাচ খেলতে যাবে টিম টাইগার্স।

আরব আমিরাতের মাটিতে চলতি বছরের ১২ এবং ১৪ অক্টোবর শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ শেষ করে ১৫ অক্টোবর ওমানে ফিরবে দল। সেখান থেকেই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। ওমানে ফিরে একদিন অনুশীলন করেই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নামবে।

চলতি বছরের ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ শেষ করে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ। বিশ্বকাপের প্রাথমিক পর্ব উৎরাতে পারলে সেখানে একদিনের কোয়ারেন্টাইন শেষ করে সুপার টুয়েলভের জন্য প্রস্তুতিতে নামবে।

নির্ধারিত সময়ের মধ্যে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ আটে থাকতে না পারায় বিশ্বকাপে প্রাথমিক পর্বে মাঠে নামতে হবে বাংলাদেশ। প্রাথমিক পর্বে বাংলাদশের প্রতিপক্ষে স্বাগতিক ওমান, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনি। ১৭ অক্টোবর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

উইজডেনের এশিয়া একাদশে তিন বাংলাদেশি

উইজডেনের এশিয়া একাদশে তিন বাংলাদেশি

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ

বিশ্বকাপে ছয়দিন হলেও ওমানে ২৪ ঘণ্টায় পার পাবে বাংলাদেশ

বিশ্বকাপে ছয়দিন হলেও ওমানে ২৪ ঘণ্টায় পার পাবে বাংলাদেশ

বিসিবির নির্বাচনে সুজনের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ফাহিম

বিসিবির নির্বাচনে সুজনের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ফাহিম