তালেবান ইস্যুতে স্থগিতের শঙ্কায় আফগান-অস্ট্রেলিয়া টেস্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৯ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২১
তালেবান ইস্যুতে স্থগিতের শঙ্কায় আফগান-অস্ট্রেলিয়া টেস্ট

চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার কথা রয়েছে অজিদের। তবে তালেবান সরকার আফগানিস্তান নারী ক্রিকেট নিষিদ্ধ করায় সে টেস্টটি মাঠে গড়াবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে পারে টেস্টটি।

চলতি বছরের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠে মৌসুম শুরু কথা রয়েছে অস্ট্রেলিয়ার। তবে নিজেদের আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচটি আয়োজন করবে বলে জানিয়েছেন ক্রিকেট তাসমানিয়ার প্রধান ডমিনিক বেকার। কয়েকদিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

কিছুদিন আফগানিস্তানের সাথে টেস্ট ম্যাচটি আয়োজন করতে নিজেদের অনীহার কথা জানিয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কারণ হিসেবে নারীদের ক্রিকেট নিষিদ্ধ করার বিষয়টি উল্লেখ করেছিল তারা।

এ বিষয়ে ডমিনিক বেকার বলেন, ‘আনুষ্ঠানিকভাবে চলতি সপ্তাহেই টেস্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে। কিছুদিনের মধ্যে বিষয়টি সবার সামনে চলে আসবে। আফগানিস্তান সরকারকে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য করা হচ্ছে। খেলাধুলায় ফিরতে হলে তাদেরকে কি করতে হবে তা তারা জানবে।’

নারী ক্রিকেটে নিষেধাজ্ঞা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন ডমিনিক বেকার। আফগান পুরুষদের ক্রিকেটে অগ্রসর হওয়ার জন্য নারী ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া জরুরি বলে মনে করেন। এছাড়াও টেস্ট ম্যাচটি বাতিল হচ্ছে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

বেকারের মতে, আফগানিস্তান যদি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে চায়, তাহলে তাদের নারী ক্রিকেটের বিষয়টি পুর্নবিবেচনা করা উচিত। তাদের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে টেস্টটি বাতিল হবে কিনা।

এছাড়াও আসন্ন অ্যাশেজে হোবার্ট একটি টেস্ট ম্যাচ আয়োজন করতে আগ্রহী বলে জানিয়েছেন ডমিনিক বেকার। আসন্ন অ্যাশেজে একটি ম্যাচে ভেন্যু পরিবর্তন হতে পারে গুঞ্জন চলছে। ভেন্যু পরিবর্তন হয়ে তা হোবার্ট হলে ম্যাচটি আয়োজন করতে প্রস্তুত বলে জানিয়েছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্ষমতা কমায় পিসিবির প্রধান নির্বাহীর পদ ছাড়লেন ওয়াসিম খান

ক্ষমতা কমায় পিসিবির প্রধান নির্বাহীর পদ ছাড়লেন ওয়াসিম খান

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে ‌‘যুক্ত’ হচ্ছেন শোয়েব মালিক

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে ‌‘যুক্ত’ হচ্ছেন শোয়েব মালিক

হাঁটুর চোটে ছিটকে গেলেন কলকাতার কুলদ্বীপ

হাঁটুর চোটে ছিটকে গেলেন কলকাতার কুলদ্বীপ

উইজডেনের এশিয়া একাদশে তিন বাংলাদেশি

উইজডেনের এশিয়া একাদশে তিন বাংলাদেশি