হাঁটুর চোটে ছিটকে গেলেন কলকাতার কুলদ্বীপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২১
হাঁটুর চোটে ছিটকে গেলেন কলকাতার কুলদ্বীপ

হাঁটুর চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে গিয়েছেন চায়নাম্যান বোলার কুলদ্বীপ যাদব। অনেকদিন ধরেই হাঁটুর চোটে ভুগছেন এ বাঁহাতি বোলার। ইনজুরির কারণে দেশে ফিরেছেন কুলদ্বীপ।

কুলদ্বীপ যাদবের দেশের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক কর্মকর্তা। চোট কাটিয়ে এবারের আইপিএলে মাঠে নামতে পারবেন না বলে তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরেই হাঁটুর চোটের সাথে লড়াই করছেন কুলদ্বীপ। তবে চোট থেকে সেরে না ওঠায় দীর্ঘদিন ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে আছেন তিনি।

কিছুদিন আগে কুলদ্বীপ যাদবের হাঁটুতে অস্ত্রপচার করা হয়। সে ইনজুরি থেকে এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি। চোটের কারণে আসন্ন রঞ্জি ট্রফিতেও মাঠে নামতে পারবেন না তিনি।

ইনজুরি পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ার জন্য ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) যোগ দিবেন কুলদ্বীপ। সেখানে পুরোদমে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে মাঠে ফিরবেন তিনি।

সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো অবস্থায় নেই কুলদ্বীপ। ভারতীয় দলেও নিয়মিত জায়গা করে নিতে পারছেন না তিনি। এর উপর চোটের সমস্যায় পড়েছেন কুলদ্বীপ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

হারের ম্যাচে চোটে রাসেল, সাকিব কি ফিরছেন?

হারের ম্যাচে চোটে রাসেল, সাকিব কি ফিরছেন?

আইপিএল শেষে পরিবর্তন হতে পারে ভারতের বিশ্বকাপ স্কোয়াড

আইপিএল শেষে পরিবর্তন হতে পারে ভারতের বিশ্বকাপ স্কোয়াড

সাকিবকে বসিয়ে রাখছে কলকাতা, কতটুকু হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি

সাকিবকে বসিয়ে রাখছে কলকাতা, কতটুকু হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আফ্রিদির অসন্তোষ

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আফ্রিদির অসন্তোষ