বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শওকত আজিজ রাসেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৪ এএম, ০১ অক্টোবর ২০২১
বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শওকত আজিজ রাসেল

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পরিচালক পদপ্রার্থী শওকত আজিজ রাসেল। আম্বার স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর শওকত আজিজ রাসেল ক্লাব ক্যাটাগরি থেকে বিসিবির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

বিসিবি নির্বাচন উপলক্ষে চলতি বছরের ২৪ ও ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র কিনেন ৩২ প্রার্থী। নির্ধারিত সময়ে ৩২ প্রার্থীই মনোনয়নপত্র জমা দেন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পরও নির্বাচন থেকে না প্রত্যাহার করে নেওয়ার সুযোগ ছিল। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নাম প্রত্যাহার করার সুযোগ করে দিয়েছিল নির্বাচন কমিশন। সে সময়ের মধ্যেই নাম প্রত্যাহার করে নেন শওকত রাসেল আজিজ। বিসিবি নির্বাচনের রিটার্নিং অফিসার আলি রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্যাটাগরি-২ থেকে পরিচালক নির্বাচিত হবেন ১২ জন। এ ১২ জনের বিপরীতে মনোনয়নপত্র জমা দেন ১৭ জন। শওকত আজিজ নাম প্রত্যাহার করে নেওয়ায় এ ক্যাটাগরিতে পরিচালক পদপ্রার্থীর সংখ্যা দাঁড়ালো ১৬ জন। এ ক্যাটাগরি থেকেই নির্বাচন করছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রিটার্নিং অফিসার সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, ‘৩২ জন প্রার্থীর মধ্যে একজন নাম প্রত্যাহার করে নিয়েছেন। যিনি প্রত্যাহার করেছেন তিনি ক্যাটাগরি-২ থেকে নির্বাচনের দাঁড়িয়েছিলেন।

এখন ক্যাটাগরি-১ থেকে ১২ জন, ক্যাটাগরি-২ থেকে ১৬ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ২ জন প্রার্থী আছেন। যিনি প্রত্যাহার করেছেন তিনি হলেন শওকত রাসেল আজিজ।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নাসির-তামিমার বিয়ে অবৈধ : পিবিআই

নাসির-তামিমার বিয়ে অবৈধ : পিবিআই

বিসিবিতে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

বিসিবিতে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

হৃদরোগে হাসপাতালে ভর্তি ইনজামাম

হৃদরোগে হাসপাতালে ভর্তি ইনজামাম

অলিম্পিকে স্বর্ণ জিতে এখন খ্যাতির বিড়ম্বনায় ‘সোনার ছেলে’

অলিম্পিকে স্বর্ণ জিতে এখন খ্যাতির বিড়ম্বনায় ‘সোনার ছেলে’