হৃদরোগে হাসপাতালে ভর্তি ইনজামাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১
হৃদরোগে হাসপাতালে ভর্তি ইনজামাম

হৃদরোগে আক্রান্ত হয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। লাহোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি।

তিনদিন ধরে বুকে ব্যাথা অনুভব করছিলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজামাম উল হক। তবুও ডাক্তারের কাছে যাননি তিনি। তবে সোমবার (২৭ সেপ্টেম্বর) পরিস্থিতির অবনতি হলে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। যার ফলে সোমবার রাতেই অ্যাঞ্জিওপ্লাস্টি সম্পন্ন করা হয়। এখন তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানা গিয়েছে।

ইনজামামের অবস্থা স্থিতিশীল হলেও এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি। আরও কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন বলে জানা গেছে।

১৯৯২ বিশ্বকাপে নিজেকে প্রথমবারে মতো চেনান ইনজামাম। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পাকিস্তানের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৭৫ ওয়ানডে খেলে ১১৭০১ রান করেছেন তিনি। এছাড়াও ১১৯ টেস্টে করেছেন ৮৮২৯ রান।

২০০৭ সালে ক্রিকেটকে বিদায় জানান ইনজামাম। ক্রিকেট ছাড়লেও ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন পদে কাজ করেছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশে পুমা’র ব্যবসা সম্প্রসারণ করলো ডিবিএল

বাংলাদেশে পুমা’র ব্যবসা সম্প্রসারণ করলো ডিবিএল

অলিম্পিকে স্বর্ণ জিতে এখন খ্যাতির বিড়ম্বনায় ‘সোনার ছেলে’

অলিম্পিকে স্বর্ণ জিতে এখন খ্যাতির বিড়ম্বনায় ‘সোনার ছেলে’

অপারেশন থিয়েটারে জুডোকা প্রিয়াঙ্কার রহস্যজনক মৃত্যু

অপারেশন থিয়েটারে জুডোকা প্রিয়াঙ্কার রহস্যজনক মৃত্যু

বিশ্বরেকর্ড করে ১২ বছর বয়সেই গ্রান্ডমাস্টার অভিমন্যু

বিশ্বরেকর্ড করে ১২ বছর বয়সেই গ্রান্ডমাস্টার অভিমন্যু