প্রথম দিনের অনুশীলনে সন্তুষ্ট সৌম্য সরকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫১ এএম, ০৬ অক্টোবর ২০২১
প্রথম দিনের অনুশীলনে সন্তুষ্ট সৌম্য সরকার

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৪ দিন আগে ওমান পারি জমিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। উদ্দেশ একটাই, বিশ্বকাপের আগে নিজেদের মানিয়ে নেওয়া, যেন মূল পর্বে কোন সমস্যার সম্মুখিন হতে না হয়। সে যাত্রায় প্রথম দিনই সুখবর দিলেন সৌম্য সরকার। জানালেন, আবহাওয়ার সাথে মানিয়ে নিতে দুই-এক দিন সময় লাগলেও আস্তে আস্তে তা ঠিক হয়ে যাবে। এছাড়া পুরো দলও মানসিকভাবে তৈরি।

বিশ্বকাপ উপলক্ষে রোববার (৩ অক্টোবর) ওমানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। চার ঘণ্টার বিমান ভ্রমণ শেষে ওমানে পৌঁছে সোমবার (৪ অক্টোবর) হোটেলবন্দি কোয়ারেন্টাইন পালন করেছে টাইগাররা। একদিনের কোয়ারেন্টাইন শেষে মঙ্গলবার (৫ অক্টোবর) মাঠের অনুশীলনে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদরা।

ওমানের মাস্কটে ‘ওমান ক্রিকেট একাডেমি’ মাঠে মঙ্গলবার প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এ মাঠেই বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। প্রাথমিক পর্বে খেলার আগে বিশ্বকাপ ভেন্যুতে অনুশীলন করে বেশ ভালো অনুভক করছেন সৌম্য সরকার।

অনুশীলন শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় সৌম্য বলেন, ‘একদিন কোয়ারেন্টাইন শেষে আজকে (মঙ্গলাবর) প্রথম মাঠে আসছি। খুব ভালো লাগছে অনুশীলন করতে পেরে। একটু ওয়েদারের সঙ্গে মানিয়ে নেওয়া। প্রথমে এসে একটু ফুটবল খেলেছি, মাঠের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। নেট (ব্যাটিং) করেছি, বোলিং করেছি। সব মিলিয়ে দিনটা ভালো গেছে।’

উইকেট নিয়ে তিনি বলেন, ‘এখানে যেভাবে দেখলাম, আজকে উইকেটে ঘাস ছিল। তো এ রকম যদি থাকে। বোলারদেরও হেল্প থাকবে, ব্যাটসম্যানদের জন্যও ভালো ছিল। বলটা আসতেছিল, টি-টোয়েন্টি ক্রিকেটে এমন উইকেট থাকলে হিটিংয়ের জন্যও ভালো হয়। আশা করি ভালো হবে।’

ওমানের আবহাওয়া সম্পর্কে সৌম্য বলেন, ‘প্রথম দুই-একদিন হয়তো আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে। তবে আস্তে আস্তে এটা কাভার হয়ে যাবে। মানসিকভাবে তো সবাই তৈরি। আমরা শেষ দু’টা টুর্নামেন্ট খেলে এসেছি, সবাই খেলার ভেতরে ছিল।’

তিনি আরও বলেন, ‘একটা বড় টুর্নামেন্ট (বিশ্বকাপ) খেলতে এসেছি, তার আগে মানসিক বিশ্রামের প্রয়োজন থাকে। সবাই রেস্ট নিয়ে আবার মাঠে কামব্যাক করেছে। আশা করি সবার ফিটনেসটা ভালো আছে। বিশ্রামের মধ্যেও সবাই ফিটনেস নিয়ে কাজ করেছে। আজকে থেকে আমরা এখানে ক্যাম্প শুরু করলাম। সবার ফিটনেসর অবস্থা ভালো আছে।’

বাংলাদেশ ক্রিকেট দল আগামী দুইদিন (বুধ ও বৃহস্পতিবার) একই মাঠে নিজেদের মধ্যে অনুশীলন করবে। ওমানের স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুশীলন করবে তারা। এরপর শুক্রবার (৮ অক্টোবর) আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে ওমান ‘এ’ টিমের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ বাংলাদেশ

বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ বাংলাদেশ

দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপে আশাবাদী মুশফিক

দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপে আশাবাদী মুশফিক

সম্ভাব্য সেরা দলই যাচ্ছে বিশ্বকাপে

সম্ভাব্য সেরা দলই যাচ্ছে বিশ্বকাপে

বিশ্বকাপের আগে তাসকিনের ‘বোলিং গুরু’ মাশরাফি

বিশ্বকাপের আগে তাসকিনের ‘বোলিং গুরু’ মাশরাফি