সম্ভাব্য সেরা দলই যাচ্ছে বিশ্বকাপে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৪ এএম, ০৩ অক্টোবর ২০২১
সম্ভাব্য সেরা দলই যাচ্ছে বিশ্বকাপে

কয়েকদিন পরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এবারের আসরে সম্ভাব্য সেরা দলই যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। দল ভালো ক্রিকেট খেলবে বলে আশাবাদী তিনি।

দল ঘোষণার আগ মুহূর্তে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। দীর্ঘদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে দূরে থাকায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন তামিম। এছাড়া বিশ্বকাপের স্কোয়াডে নেই কোনো চমক।

বিশ্বকাপের জন্য এটাই বাংলাদেশের সেরা স্কোয়াড বলে জানিয়েছেন নির্বাচক রাজ্জাক। বিশ্বকাপে তারা ভালো ফলাফল করবে বলে আশাবাদী। তিনি বলেন, ‘সম্ভাব্য সেরা দলই যাচ্ছে। আশা করব যেন ভালো একটা ফলাফল হয়।’

শনিবার (২ অক্টোবর) মিরপুরের সংবাদমাধ্যমের সাথে কথা বলেন রাজ্জাক। সম্ভাব্য সেরা দল বিশ্বকাপে গেলেও দলকে কোনো অবস্থানে দেখতে চান তা নির্দিষ্ট করে বলেননি। এ বিষয়ে রাজ্জাক বলেন, ‘অমুক অবস্থানে দলকে দেখতে চাই- এভাবে বলা ঠিক হবে না। ভালোর শেষ নেই।’

প্রত্যাশা না থাকলেও চ্যাম্পিয়ন হলেই খুশি হবেন বলে জানান নির্বাচক। তার ভাষ্যমতে, ‘আমি তো খুশি হব চ্যাম্পিয়ন হলেই। আমি নিশ্চিত সবাই তাতেই খুশি হবেন।’

বিশ্বকাপে বাংলাদেশ দল তাদের সেরা ক্রিকেট খেলবে বলেই বিশ্বাস করেন রাজ্জাক। বলেন, ‘আমি চাইব বাংলাদেশ দল যেন ভালো ক্রিকেট খেলে।’

বাংলাদেশ স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ।

স্ট্যান্ডবাই
আমিনুল ইসলাম বিপ্লব এবং রুবেল হোসেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিটনেস টেস্টের ফল নিয়ে খুশি নির্বাচক রাজ্জাক

ফিটনেস টেস্টের ফল নিয়ে খুশি নির্বাচক রাজ্জাক

ঘরোয়া লিগে পরিকল্পনায় থাকা ক্রিকেটাদেরকেই দেখা হয় : রাজ্জাক

ঘরোয়া লিগে পরিকল্পনায় থাকা ক্রিকেটাদেরকেই দেখা হয় : রাজ্জাক

ফিটনেস পরীক্ষা পাশ নাসির হোসেন

ফিটনেস পরীক্ষা পাশ নাসির হোসেন

বিশ্বকাপের আগে তাসকিনের ‘বোলিং গুরু’ মাশরাফি

বিশ্বকাপের আগে তাসকিনের ‘বোলিং গুরু’ মাশরাফি