পাকিস্তান সফরে সৌম্য বাদ, দলে মিরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২০ পিএম, ২২ মে ২০২৫
পাকিস্তান সফরে সৌম্য বাদ, দলে মিরাজ

আরব আমিরাতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে খেলতে না পারা সৌম্য সরকার পাকিস্তান সফরেও থাকছেন না। পিঠের চোটের কারণে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন জাতীয় দলের এ অভিজ্ঞ ব্যাটার। তার পরিবর্তে দলে যুক্ত হয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বৃহস্পতিবার (২২ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সৌম্য সরকারের চোট এবং তার জায়গায় মিরাজের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিবি জানায়, গত সপ্তাহে পিঠের ডান পাশের নিচের অংশে ব্যথা অনুভব করছিলেন সৌম্য। পরীক্ষার পর জানা যায়, চোট থেকে সেরে উঠতে সৌম্যর প্রায় ১০ থেকে ১২ দিন সময় লাগবে। ফলে পাকিস্তান সফরের স্কোয়াড থেকে তাকে বাদ দিতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট।

বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, “চিকিৎসাগত মূল্যায়নের পর, এটি নির্ধারণ করা হয়েছে যে, সৌম্যর সেরে উঠতে প্রায় ১০ থেকে ১২ দিনের পুনর্বাসন সময় প্রয়োজন। যার অর্থ হলো- আগামী সপ্তাহের পাকিস্তানে তিন ম্যাচের সিরিজের জন্য তিনি উপলব্ধ থাকবেন না।”

সৌম্যর অনুপস্থিতিতে টিম ম্যানেজমেন্ট দ্রুতই বিকল্প খুঁজে নিয়েছে। পিএসএল খেলতে পাকিস্তান সফলে থাকা মেহেদী হাসান মিরাজকে দলে যুক্ত করা হয়েছে। মিরাজ ব্যাটে-বলে অবদান রাখতে অভিজ্ঞ একজন অলরাউন্ডার।

এখন পর্যন্ত ২৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মিরাজ। বর্তমানে পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে তিনি পাকিস্তানে অবস্থান করছেন। ফলে পিএসএল মিশন শেষ করে সরাসরি লাহোরে বাংলাদেশের স্কোয়াডে যোগ দেবেন তিনি।

পাকিস্তান সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ সিরিজের মধ্য দিয়ে মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি আরও জোরালো করতে চায় বাংলাদেশ।



শেয়ার করুন :