বিশ্বকাপে ‘অটোমেটিক চয়েস’ নাও থাকতে পারেন গেইল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৬ এএম, ০৯ অক্টোবর ২০২১
বিশ্বকাপে ‘অটোমেটিক চয়েস’ নাও থাকতে পারেন গেইল

নিজেকে ‘ইউনিভার্স বস’ দাবি করলেও টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ওপেনার ক্রিস গেইলের ভালো সময় যাচ্ছে না। গত পাঁচ বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র একটি হাফ-সেঞ্চুরি করেছেন গেইল এবং এ সময়ে গড় রান ছিল ২০-এর কম। সর্বশেষ বিশ্বকাপের আগে নিজেকে বিশ্রাম দিতে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ একাদশে অভিজ্ঞ ওপেনার ক্রিস গেইল ‘অটোমেটিক চয়েস’ হিসেবে সুযোগ নাও পেতে পারেন। ক্যারিবিীয়দের সাবকে পেসার স্যার কার্টলি অ্যামব্রোস এবং কেনি বেঞ্জামিন সংবাদ মাধ্যমে এমন তথ্য জানিয়েছেন।

সম্প্রতি শেষ হওয়া ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে ১৮ দশমিক ৩৩ গড়ে ১৬৫ রান করেছেন গেইল। ওই আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল গেইলের দল সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়স।

এছাড়া আইপিএলের সংযুক্ত আরব আমিরাত পর্বে পাঞ্জাব কিংসের পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে খেলার সুযোগ পেয়েছিলে গেইল। সেখানেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। করেছেন ১৪ ও ১ রান। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে ফোকাস করতে জৈব-সুরক্ষা বলয় থেকে সরে গেছেন গেইল

ব্যাট হাতে এক সময়ের ভয়ঙ্কর গেইল গত ১৮ মাস ধরে নিজেকে মেলে ধরতে না পারা গেইলকে নিয়ে স্যার কার্টলি বলেন, ‘সে আমার কাছে অটোমেটিক পছন্দ (জাতীয় দলে) নয়। মাত্র কয়েকটি হোম সিরিজ (ওয়েস্ট ইন্ডিজ) খেলেছে। সে কোন গুরত্বপূর্ণ স্কোর করতে পারেনি। আমি এর আগেও বলেছি, সে যদি হোম সিরিজে ভালো না করে, তাহলে তার বিশ্বকাপে যাওয়া উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘যাই হোক তিনি বিশ্বকাপে থাকবেন, কিন্তু আমার কাছে সে অটোমেটিক পছন্দ নয়। সে বিধ্বংসী হতে পারে। কিন্তু গত ১৮ মাসে সে খুব বেশি কিছু করেনি। তাই সে বিশ্বকাপে জ্বলে উঠবে- এমনটা আমি ভাবতে পারছি না।’

গেইলকে নিয়ে একই ধরনের কথা বলেছেন বেঞ্জামিন। বলেন, ‘আমার কাছেও সে অটোমেটিক পছন্দের নয়। আপনি আমাদের দলের দিকে তাকান, লুইস এবং সিমন্স আছে। এ ছেলেরা গত কয়েকটি ম্যাচে দারুণ পারফরমেন্স করেছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপে আমাদের সেরা দল নিয়ে খেলতে হবে। দিনের শেষে ম্যাচের আগে আমাদের সেরা একাদশটাই নির্বাচন করতে হবে। আমি তাকে শুরুতেই অটোমেটিক পছন্দ করবো না।’

এছাড়া বিশ্বকাপে একাদশে জায়গা পেলেও গেইলকে দিয়ে ওপেনার করাতে রাজি নন স্যার কার্টলি। বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি সে শুরুতে ব্যাটিং না করে, তবে সে তিন নম্বরে ব্যাটিং করতে পারে। ওপেনিংয়ের বাইরে তার জন্য তিন নম্বর উপযুক্ত।’

বেঞ্জামিন বলেন, ‘আমি গেইলের সাথে ওপেনিং করতাম। ব্যাটিং ওপেন করলে সে জ্বলে উঠতো। আমরা মনে হয় না, সে আশা আমরা আর করতে পারি। যদি সে ওপেনিং না করে তবে আমার মতে, সে বাইরে থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, যারা গেইলের বিপক্ষে খেলছে, তারা তাদের হোমওয়ার্ক করছে এবং তারা তাকে ক্ষুধার্ত করতে চলেছে এবং বড় শট নেওয়া থেকে তাকে থামাতে যাচ্ছে। তাই আমাদের যা করতে হবে, তার সেরাটার জন্য সহায়তা করতে হবে। তাকে নতুন বলে মুখোমুখি হতে হবে এবং একবার সে জ্বলে উঠলে, অনেক দূর যেতে পারে।’

দুবাইয়ে ২৩ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ সালের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়ে নাটকীয়ভাবে শিরোপা জিতেছিল ক্যারিবীয়রা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি দলে ফিরলো আন্দ্রে রাসেল

টি-টোয়েন্টি দলে ফিরলো আন্দ্রে রাসেল

নতুন মাইলফলকে ক্রিস গেইল

নতুন মাইলফলকে ক্রিস গেইল

ভারত বিশ্বকাপে শিরোপার স্বাদ চান গেইল

ভারত বিশ্বকাপে শিরোপার স্বাদ চান গেইল

ভারত-অস্ট্রেলিয়া মাতিয়ে ‘অবসরে’ যাবেন গেইল

ভারত-অস্ট্রেলিয়া মাতিয়ে ‘অবসরে’ যাবেন গেইল