ওমানে ব্যাটারদের ভালো করার সুযোগ দেখছেন শামীম পাটোয়ারী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৬ এএম, ১০ অক্টোবর ২০২১
ওমানে ব্যাটারদের ভালো করার সুযোগ দেখছেন শামীম পাটোয়ারী

বিশ্বকাপ মিশনের মাঠে নামার আগে ওমান ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ব্যাট হাতে সংগ্রহের খাতায় ২’শ পার করলেও বল হাতে হতাশ করেছে বাংলাদেশের বোলাররা। সাকিব-মোস্তাফিজ ছাড়া বাংলাদেশের বিপক্ষে পুরো ২০ ওভার খেলেছে ওমান ‌‘এ’ দল।

ওমানের উইকেটকে মূলত ব্যাটিং উইকেট মনে করছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের তারকা ক্রিকেটার শামীম পাটোয়ারী। তার মতে, বিশ্বকাপে ওমানের এ পিচে ব্যাটসম্যানরা অনেক ভালো করবে।

অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছেন লিটন কমার দাস, নাঈম শেখ, নুরুল হাসান সোহান এবং শামীম পাটোয়ারী। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০৭ রানের বিশাল সংগ্রহ করেছিল বাংলাদেশ একাদশ। যেখানে দুই ওপেনারের ব্যাটেই ছিল ফিফ প্লাস রান।

লিটন দাস ৩৩ বলে ৫৩ রান আউট হলেও নাঈম শেখ ৫৩ বলে অপরাজিত ৬৩ রান করেন। এছাড়া শেষ দিকে টর্নেডো ঝড়ে নরুল হাসান সোহানের ১৫ বলে ৪৯ এবং শামীম পাটোয়ারীর ১০ বলে ১৯ রানে দুই শতাধিক রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচ শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় শামীম পাটোয়ারী বলেন, ‘আমাদের ব্যাটিংয়ের শুরুটা অনেক ভালো ছিল। নাঈম ও লিটন ভাই ভালো শুরু এনে দিয়েছেন। শেষ দিকে সোহান ভাইয়ের সাথে ব্যাটিং করেছি। অনেক ভালো লেগেছে। উইকেট অনেক ভালো ছিল। ব্যাটসম্যানরা অনেক স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছে। আমি অনেক আশাবাদী, এ পিচে আমাদের ব্যাটসম্যানরা অনেক ভালো করবে।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের তারকা ক্রিকেটার শামীম পাটোয়ারী প্রথমবারের মতো বড়দের বিশ্বকাপে ডাক পেয়েছেন। বিশ্বকাপের নতুন কন্ডিশন নিয়ে তিনি বলেন, ‘আমরা নতুন কন্ডিশনে এসেছি। এখানে যত ম্যাচ খেলতে পারবো দলের জন্য ততই ভালো। রাতের বেলা ম্যাচ ছিল, এটাও আমাদের জন্য ভালো ছিল। ব্যাটসম্যানরা সবাই অনেক ভালো করেছেন। বোলাররাও অনেক ভালো করেছেন। টিম কম্বিনেশন দেখে ভালো লাগছে। সবার মধ্যে ভালো যোগাযোগ ছিল।’

ওমান ‘এ’ দলের বিপক্ষে সাত নম্বরে ব্যাট করতে নেমে খুব বেশি বল খেলার সুযোগ পাননি শামীম। তবে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১০ বলে করেছেন ১৯ রান। শেষ দিকে নিজের ব্যাটিং নিয়ে শামীম বলেন, ‘আমি ব্যাটিংয়ে নেমে সুযোগ পাব কম। বেশিরভাগ সময় ব্যাটিংয়ে যেতে হয় ১৫ ওভারের পর। ব্যাট হাতে ইনিংস শেষ করে আসার লক্ষ্য থাকে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম দিনের অনুশীলনে সন্তুষ্ট সৌম্য সরকার

প্রথম দিনের অনুশীলনে সন্তুষ্ট সৌম্য সরকার

মুশফিক-সৌম্যর ব্যর্থতা ছাপিয়ে দারুণ প্রস্তুতি সারলো টাইগাররা

মুশফিক-সৌম্যর ব্যর্থতা ছাপিয়ে দারুণ প্রস্তুতি সারলো টাইগাররা

চতুর্থ মেয়াদে নাজমুল হাসানের তিন চ্যালেঞ্জ

চতুর্থ মেয়াদে নাজমুল হাসানের তিন চ্যালেঞ্জ

চোট নিয়ে নেপাল থেকে ফিরলেন তামিম

চোট নিয়ে নেপাল থেকে ফিরলেন তামিম