টাকায় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক করছে ভারত : ইমরান খান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৪ এএম, ১৩ অক্টোবর ২০২১
টাকায় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক করছে ভারত : ইমরান খান

সিরিজ শুরুর কয়েক ঘণ্টা আগে নিউজিল্যান্ড ক্রিকেট দলে পাকিস্তান ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর পরই সফর বাতিল করে ইংল্যান্ড। পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান মনে করেন, ভারত হলে এমন সাহস দেখাতে পারতো না কোনো দেশ। তিনি জানান, বর্তমানে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণে আছে ভারত।

২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে নির্বাসিত হয়েছিল পাকিস্তান। তবে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুরু করলে ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই ধারাবাহিকতায় পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। তবে সিরিজ শুরুর আগে অচমকাই সিরিজ বাতিল করে দেশে ফেরে তারা।

নিউজিল্যান্ডের সিরিজ বাতিলের ঘটনার প্রভাব পড়ে ইংল্যান্ড দলের পাকিস্তান সফরের বিষয়ে। ইংল্যান্ডও তাদের পাকিস্তান সফর বাতিল করে দেয়।

নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড দলে সফর বাতিল করায় তা নিয়ে পুরো বিশ্বজুড়ে তৈরি হয় সমালোচনা। এ বিষয়ে কথা বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, ‘ইংল্যান্ড আমাদেরকে হতাশ করেছে। আমার মনে হয়, ইংল্যান্ড এখনও ভাবে তারা পাকিস্তানের মতো দেশের সাথে খেলে তারা অনেক সহায়তা করে। এর কারণ টাকা।’

আর্থিক বিষয়টাই আন্তর্জাতিক ক্রিকেটের প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি। বলেন, ‘টাকা এখন অনেক বড় প্রভাবক। ক্রিকেটার এবং বোর্ড সবার জন্যই টাকা দরকার। টাকা ভারতের, তাই মূলত ভারতই এখন বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে। তারা যা বলে তাই হচ্ছে। কেউই ভারতের সাথে এমন কাজ করার সাহস পাবে না। কারণ এখানে অর্থ জড়িত। ভারত অনেক বেশি অর্থ আয় করতে পারে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শুধু ভারত নয়, যেকোনো দলকে হারাতে সক্ষম পাকিস্তান : হাসান আলী

শুধু ভারত নয়, যেকোনো দলকে হারাতে সক্ষম পাকিস্তান : হাসান আলী

রশিদের চোখে সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটার

রশিদের চোখে সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটার

ভারতের কোচ হতে আগ্রহী টম মুডি

ভারতের কোচ হতে আগ্রহী টম মুডি

আইপিএল শেষে বিশ্বকাপ দলে যোগ দেবেন সাকিব

আইপিএল শেষে বিশ্বকাপ দলে যোগ দেবেন সাকিব