আইপিএল শেষে বিশ্বকাপ দলে যোগ দেবেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৯ পিএম, ১২ অক্টোবর ২০২১
আইপিএল শেষে বিশ্বকাপ দলে যোগ দেবেন সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়তি সুবিধা পেতে আইপিএল খেলতে বেশ আগেই সংযুক্ত আরব আমিরাতে গেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্ট থেকে রাজস্থান রয়্যালস ছিটকে যাওয়ায় জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন মোস্তাফিজ। তবে ফাইনালের দৌড়ে ঠিকে থাকা কলকাতার হয়ে আইপিএলে রয়ে গেছেন সাকিব। টাইগার অলরাউন্ডারের এনওসি’র মেয়াদ শেষ হলেও বিষয়টি ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আইপিএলে চলমান পুরো আসরে বল হাতে দুর্দান্ত খেললেও ছিটকে গেছে মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালস। অন্যদিকে, প্রথম দিকে বসিয়ে রাখা সাকিবের পারফরম্যান্সে কলকাতা নাইট রাইডার্সের একাদশে নিয়মিত মুখ তিনি। সর্বশেষ সোমবার (১১ অক্টোবর) রাতে এলিমিনেটর ম্যাচে বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে বেঙ্গালোরকে হারিয়ে দলকে ফাইনালের পথে রেখেছেন সাকিব

আইপিএল খেলতে বিসিবির কাছ থেকে সাকিবের এনওসি নেওয়া ছিল ৮ অক্টোবর পর্যন্ত। সেক্ষেত্রে বিসিবির পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল বাংলাদেশ বিশ্বকাপ দল আরব আমিরাতে পৌঁছে সেখানে যোগ দেবেন সাকিব। তবে সোমবার কলকাতার হয়ে ম্যাচ খেলতে দেখায় হিসেব পাল্টে যায়।

সাকিবের এনওসির মেয়াদ শেষের আইপিএলে খেলা চালিয়ে যাওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে বিসিবি। কারণ, প্রথম দিকে ম্যাচ খেলতে না সাকিব এখন যত কেরতে পারবে তাতে সাকিব তথা বাংলাদেশের জন্যই ভালো।

বিসিবি পরিচালক আকরাম খান এ বিষয়ে সংবাদ মাধ্যমে জানিয়েছেন, সাকিব আইপিএলে খেলছে, এটা আমাদের জন্য ভালো।

তিনি বলেন, ‘খেলোয়াড়রা বিশ্বকাপের আগে যত ম্যাচ খেলতে পারবে তত ভালো। বিশেষ করে ফরম্যাটটা যখন টি-টোয়েন্টি। এটা ওর (সাকিব) জন্য, দলের জন্যও ভালো।’

সাকিবের দলে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘সে ওখানে খেলছে সেটা আমাদের জন্য ভালো, যখনই খেলা শেষ হবে, তখনই সে দলের সঙ্গে যোগ দেবে।’

জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়া মোস্তাফিজ আইপিএলে আবারও নিজের ফর্মে ফিরেছেন। শেষ দিকে সাকিব আল হাসানও বেশ ভালো খেলছেন। ফলে তাদের দুজনকে নিয়ে চিন্তামুক্ত বিসিবি।

বোর্ডের এই পরিচলাক আরও বলেন, ‘সাকিব-মোস্তাফিজের বিষয়ে আমরা চিন্তিত নই, যেহেতু ওরা ওখানেই আছে, আর ওখানেই খেলছে। বাকিরা অনুশীলনে আছে। ওরা (সাকিব) যখনই ফ্রি হবে, চলে আসবে।’

সাকিব-মোস্তাফিজের ফর্ম ছাড়াও বিশ্বকাপে যাওয়ার আগে দেশের মাটিয়ে টানা সিরিজ জয়ের স্বাদ পেয়েছে। ফলে এবারের বিশ্বকাপে বেশ ভালো আত্মবিশ্বাসী বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে একটি জয় ছাড়া আর কোন সাফল্য না থাকলেও এবার ভিন্ন ভাবনা ভাবছে বাংলাদেশ।

আকরাম খান বলেন, ‘বাংলাদেশ দল যতগুলো বিশ্বকাপ খেলেছে, এবার আল্লাহর রহমতে ভালো অবস্থান নিয়ে গেছে। আমরা এর আগে তিনটা সিরিজ জিতেছি, প্রস্তুতি ম্যাচটাও ভালো করেছি। গুরুত্বপূর্ণ হচ্ছে খেলোয়াড়দের ফিটনেস ও ফর্ম। দুটো জিনিস যদি ভালো থাকে, তো ইনশা আল্লাহ বাংলাদেশ দল ভালো করবে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির চোখে সাকিবসহ বিশ্বকাপে সেরা ৯ তারকা

আইসিসির চোখে সাকিবসহ বিশ্বকাপে সেরা ৯ তারকা

দলে জয়ে অনেক বড় ভূমিকা ছিল সাকিবের : মরগান

দলে জয়ে অনেক বড় ভূমিকা ছিল সাকিবের : মরগান

বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ বাংলাদেশ

বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ বাংলাদেশ

শীর্ষস্থান হারালেন সাকিব, সেরা দশে মোস্তাফিজ

শীর্ষস্থান হারালেন সাকিব, সেরা দশে মোস্তাফিজ