× Advertisement

ঘণ্টা বাজিয়ে শুরু হলো জাতীয় ক্রিকেট লিগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৫ পিএম, ১৭ অক্টোবর ২০২১
ঘণ্টা বাজিয়ে শুরু হলো জাতীয় ক্রিকেট লিগ

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিন ঘরের মাঠে শুরু জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। প্রাণঘাতি করোনা মহামারির কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরলো বাংলাদেশের প্রথম শ্রেণির এই ক্রিকেট টুর্নামেন্ট। রোববার (১৭ অক্টোবর) সিলেট একাডেমি মাঠে ঘণ্টা বাজিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে দেশের এই ক্রিকেট একাডেমি মাঠেরও সূচনা হলো।

এনসিএলের প্রথম দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই স্তরে দুই ভাগে বিভক্ত হয়ে টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। এবার এনসিএলর কোন ম্যাচ ঢাকায় হচ্ছে না। ঢাকার বাইরে সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজারে এনসিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী দিনে চারটি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। সিলেট অ্যাকাডেমি মাঠে ঢাকা-সিলেট, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা ও রংপুর, চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে চট্টগ্রাম-রাজশাহী এবং কক্সবাজার অ্যাকাডেমি মাঠে ঢাকা মেট্রো-রাজশাহী মুখোমুখি হয়েছে।

এবারও যথারীতি ডাবল লিগ পদ্ধতিতে খেলা হবে। দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়ন দল আগামী মৌসুমে প্রথম স্তরে উঠবে। আর প্রথম স্তরের তলানির দল দ্বিতীয় স্তরে নেমে যাবে। টুর্নামেন্টের প্রথম স্তরে লড়ছে খুলনা, সিলেট, ঢাকা ও রংপুর বিভাগ। আর দ্বিতীয় স্তরে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ এবং ঢাকা মেট্রো।
sportsmail24
নিয়ম অনুযায়ী প্রতিটি দল একে অপরের সাথে ৩টি করে ম্যাচ খেলবেন। প্রথম স্তরে থাকা শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে। আর দ্বিতীয় স্তরে থাকা শীর্ষ দল উঠবে প্রথম স্তরে। প্রথম স্তরের চতুর্থ দলের অবনমন হবে দ্বিতীয় স্তরে।

মুজিববর্ষে আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে যথারীতি ওয়ালটন গ্রুপ। এই নিয়ে টানা ১১বারের মতো জাতীয় ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর হলো বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। টুর্নামেন্টের অফিশিয়াল নাম ‘বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ স্পন্সরড বাই ওয়ালটন’।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন

ফিটনেস টেস্টের ফল নিয়ে খুশি নির্বাচক রাজ্জাক

ফিটনেস টেস্টের ফল নিয়ে খুশি নির্বাচক রাজ্জাক

এনসিএলের সূচি প্রকাশ

এনসিএলের সূচি প্রকাশ

ঢাকা মেট্টো বিলুপ্ত করে ময়মনসিংহ বিভাগীয় দল করার সুপারিশ

ঢাকা মেট্টো বিলুপ্ত করে ময়মনসিংহ বিভাগীয় দল করার সুপারিশ