ফিটনেস টেস্টের ফল নিয়ে খুশি নির্বাচক রাজ্জাক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০১ এএম, ০৩ অক্টোবর ২০২১
ফিটনেস টেস্টের ফল নিয়ে খুশি নির্বাচক রাজ্জাক

দেশের দু’টি স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হবে ১৭ অক্টোবর। তার আগে চলছে ক্লাবগুলোতে ডাক পাওয়া ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। শনিবার (২ অক্টোবর) প্রথম দিনের ফিটনেস টেস্ট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘সবার মোটামুটি খুব ভালো অবস্থা। কেউ খারাপ করেনি। লক্ষ্যের চেয়ে সবার নম্বর উপরে রয়েছে, এটা ইতিবাচক দিক।’

ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে নেওয়া ফিটনেস পরীক্ষায় নাসির হোসেন পেয়েছেন ১৭ নম্বর। যা গতবারের চেয়ে ভালো করেছেন। নাসির ছাড়াও ফিটনেস টেস্টে ফিটনেস টেস্টে পাশ করেছেন নাঈম ইসলাম ও শুভাশীষ রায়। আর চমক দেখিয়েছেন আবু হায়দার রনি। ফিটনেস টেস্টে তিনি পেয়েছেন ১৯.৩ নম্বর।

এনসিএল উপলক্ষে নেওয়া ফিটনেস টেস্ট নিয়ে রাজ্জাক বলেন, ‘সবার মোটামুটি খুব ভালো অবস্থা। এটা ভালো হওয়ার কারণ, এবার প্রত্যেক দল অনেকদিন ফিটনেস ক্যাম্প করেছে। এবার কেউ খারাপ করেনি। লক্ষ্যের চেয়ে সবার নম্বর উপরে আছে। এটা ইতিবাচক দিক।’

তিনি বলেন, ‘আগে দেখা যেত অনেকে ভালো করছে না বা ফিটনেস ভালো নয় দেখে বাদ পড়ছে। আমার মনে হয় না এবার ও রকম কোনো পরিস্থিতিতে পড়তে হবে। বাকিটা পুরো রিপোর্ট পেলে বোঝা যাবে।’

আগে এনসিএল খেলতে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট দিতে হতো না। তবে গত কয়েক আসর থেকে এটা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচন রাজ্জাক এটাকে বেশ পজিটিভ মনে করছেন।

রাজ্জাক বলেন, ‘আমি নিজে যখন দিয়েছি (ফিটনেস টেস্ট), কখনই বলিনি কাজটা ভালো না। আমি সবসময় উৎসাহ দিয়েছি। আমার কাছে মনে হয়েছে, এটা করা উচিৎ।’

ক্রিকেটে ফিটনেস টেস্ট কেন গুরুত্বপূর্ণ সেটিও বলে দিয়েছেন টাইগারদের এ নির্বাচক। বলেন, ‘টেস্টের পরই ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের স্থান। ফিট থেকে সবার মাঠে নামা উচিৎ। দিন শেষে এখান থেকেই টেস্ট খেলোয়াড় তৈরি হবে। এখনও প্রাথমিক ধাপ, এরপর প্র্যাকটিস করবে, এরপর ম্যাচে নামবে। কিন্তু ফিট থাকলে খেলার সময় আর চিন্তা করতে হবে না।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিটনেস পরীক্ষা পাশ নাসির হোসেন

ফিটনেস পরীক্ষা পাশ নাসির হোসেন

সিলেট ও কক্সবাজারে এনসিএল, পরিস্থিতির উন্নতি হলে বাড়তে পারে ভেন্যু

সিলেট ও কক্সবাজারে এনসিএল, পরিস্থিতির উন্নতি হলে বাড়তে পারে ভেন্যু

ঢাকা মেট্টো বিলুপ্ত করে ময়মনসিংহ বিভাগীয় দল করার সুপারিশ

ঢাকা মেট্টো বিলুপ্ত করে ময়মনসিংহ বিভাগীয় দল করার সুপারিশ

বিশ্বকাপের আগে তাসকিনের ‘বোলিং গুরু’ মাশরাফি

বিশ্বকাপের আগে তাসকিনের ‘বোলিং গুরু’ মাশরাফি