মেন্টর ধোনির উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়াবে : কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫১ পিএম, ১৭ অক্টোবর ২০২১
মেন্টর ধোনির উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়াবে : কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে কাজ করবেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতকে একের পর এক সাফল্য এনে দেওয়া এ ক্রিকেটারের ক্রিকেট মস্তিষ্ক কতটা তীক্ষ্ণ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে পূর্বসূরিকে মেন্টর হিসেবে পেয়ে বেশ উচ্ছ্বসি অধিনায়ক বিরাট কোহলি। জানালেন, ধোনির উপস্থিতিতে বেড়েছে তাদের আত্মবিশ্বাস।

ভারতের অন্যতম সেরা অধিনায়কদের তালিকা করলে সেখানে বেশ উপরেই থাকবেন মহেন্দ্র সিং। তার অধীনেই ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এছাড়াও ঘরে তুলেছে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির তিন টুর্নামেন্ট জয়ের রেকর্ডও তার দখলে।

এ রকম কাউকে মেন্টর হিসেবে দলের জন্য বাড়তি প্রেরণা যোগাবে বলে মনে করেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। বলেন, ‘তাকে (ধোনি) পেয়ে আমরা আনন্দিত। তার উপস্থিতি অবশ্যই আমাদের মনোবল আরও বাড়িয়ে তুলবে। দল হিসেবে এখন যতটা আছে, এর চেয়ে বেশি আত্মবিশ্বাস নিয়ে আমরা মাঠে নামতে পারবো।’

ধোনির সাথে দীর্ঘদিন সতীর্থ হিসেবে খেলেছেন বিরাট কোহলি। তাই তো ধোনির কৌশল সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে বর্তমান অধিনায়কের। সাবেক অধিনায়কের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি।

কোহলি বলেন, ‘দীর্ঘ সময় ধরে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছে, তা আমরা ব্যবহার করতে চাই। তার সাথে ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই। ম্যাচ কোন দিকে যাচ্ছে এবং কিভাবে ছোট পরিবর্তনে উন্নতি করতে এসব জটিল বিষয় নিয়ে কাজ করবো।’

মেন্টর ধোনির সাথে তরুণ ক্রিকেটাররা কাজ করতে পারবে, এ কারণেই উচ্ছ্বসিত বিরাট। বলেন, ‘ফিরে আসতে পেরে উচ্ছ্বসিত এমএস (ধোনি), যদিও তিনি সবসময়ই আমাদের সবার মেন্টর ছিলেন। আরও একবার এই সুযোগ পাচ্ছেন তিনি এবং সেই তরুণদের সঙ্গে কাজ করতে যাচ্ছে যারা তাদের ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়ে একটি বড় টুর্নামেন্টে খেলছে।’

চলতি বছরের ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আইসিসির ‘সতর্কবার্তা’

বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আইসিসির ‘সতর্কবার্তা’

পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের

পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের

ওমান-নিউগিনির কাতারে বাংলাদেশকে ভাবছে স্কটল্যান্ড

ওমান-নিউগিনির কাতারে বাংলাদেশকে ভাবছে স্কটল্যান্ড

স্কটল্যান্ডের বিপক্ষেও টাইগার একাদশে অস্ট্রেলিয়া সিরিজের কম্বিনেশন

স্কটল্যান্ডের বিপক্ষেও টাইগার একাদশে অস্ট্রেলিয়া সিরিজের কম্বিনেশন