শোয়েব মালিকের অভিজ্ঞতা কাজে লাগাতে চান বাবর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৯ এএম, ১৮ অক্টোবর ২০২১
শোয়েব মালিকের অভিজ্ঞতা কাজে লাগাতে চান বাবর

কিছুদিন আগেও পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা পাননি শোয়েব মালিক। চোটের কারণে শোয়েব মাকসুদের ইনজুরিতে দলে জায়গা পান মালিক। এতে দলে বেড়েছে অভিজ্ঞতা। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম সেই অভিজ্ঞতাকে পূর্ণভাবে কাজে লাগাতে চাচ্ছেন।

শনিবার (১৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে শোয়েব মালিকের অভিজ্ঞতা কাজে লাগাতে চান বলে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এহচাড়াও নিজেও ব্যাটিং পরামর্শ নিবেন বলে জানান তিনি।

শোয়েবের বিষয়ে বাবর আজম বলেন, ‘শোয়েব খুবই অভিজ্ঞ ক্রিকেটার। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেট সম্পর্কে তার জ্ঞানের পরিধি বেশ বড়।’

বিশ্বকাপে প্রত্যেক ম্যাচের আগেই সিনিয়র ক্রিকেটারদের সাথে পরামর্শ করে নিবেন বলে জানান বাবর আজম। বলেন, ‘দলে শোয়েবের উপস্থিতি দলকে উদ্দীপ্ত করবে। তার অভিজ্ঞতা দলের জন্য বেশ ভালো একটা বিষয়।’

শুধু শোয়েব মালিক নয়, ফর্মের তুঙ্গে থাকা মোহাম্মদ রিজওয়ানকে নিয়েও কথা বলেন বাবর। বলেন, ‘সে বর্তমানে পাকিস্তানের ব্যাটিং লাইনআপের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। আমি দলকে একটি শক্ত ভিত্তি গড়ে দেওয়ার জন্য, তার সঙ্গে জুটি গড়ার জন্য মুখিয়ে আছি।’

নিজের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই দলকে নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম। এ কারণে নিজেকে বেশ ভাগ্যবান করছেন তিনি। বিশ্বকাপে নিজের ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারেও আশাবাদী তিনি।

নিজে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসলেও দল হিসেবে ২০০৯ সালের পারফর্মেন্সকে প্রাধান্য দিচ্ছেন পাকিস্তান অধিনায়ক। বাবর বলেন,
‘আমরা নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে আবারও ২০০৯ এর মতো পারফরম্যান্স করতে চাই। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা পাকিস্তানের জন্য ছিল একটি বিশাল ব্যাপার।’

স্কোয়াড ঘোষণার পরেও পাকিস্তানের বিশ্বকাপ দলে পরিবর্তন এসেছিল। এ বিষয়ে অধিনায়ক বলেন, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজ না হওয়ায় ক্রিকেটারদের ফর্ম বোঝার জন্য জাতীয় টি-টোয়েন্টি লিগ হয়। সেখানকার পারফর্মেন্সের উপর ভিত্তি করেই স্কোয়াডে পরিবর্তন আসছে বলে জানান তিনি।

চলতি বছরের ২৪ অক্টোবর সুপার টুয়েলভে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষ ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভয়ডরহীন ক্রিকেটে খেলতে চায় আফগানরা

ভয়ডরহীন ক্রিকেটে খেলতে চায় আফগানরা

মেন্টর ধোনির উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়াবে : কোহলি

মেন্টর ধোনির উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়াবে : কোহলি

মাশরাফির রেকর্ডে মাহমুদউল্লাহ’র স্পর্শ

মাশরাফির রেকর্ডে মাহমুদউল্লাহ’র স্পর্শ

স্কটল্যান্ডের বিপক্ষেও টাইগার একাদশে অস্ট্রেলিয়া সিরিজের কম্বিনেশন

স্কটল্যান্ডের বিপক্ষেও টাইগার একাদশে অস্ট্রেলিয়া সিরিজের কম্বিনেশন