স্কটল্যান্ডের মতো অঘটন ঘটাতে চায় পাপুয়া নিউগিনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৪ এএম, ২১ অক্টোবর ২০২১
স্কটল্যান্ডের মতো অঘটন ঘটাতে চায় পাপুয়া নিউগিনি

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবার খেলতে নেমে ওমানের বিপক্ষে একরকম ঝড়ের বেগে উড়ে গিয়েছে পাপুয়া নিউগিনি। দ্বিতীয় ম্যাচেও স্কটল্যান্ডের বিপক্ষে গড়ে তুলতে পারেনি কোনো প্রতিদ্বন্দ্বীতা। বিশ্বকাপে তাদের অগ্রযাত্রা ক্ষীণ হয়ে আসলেও শেষ ম্যাচে অঘটন ঘটাতে চায় তারা। এমনটাই জানিয়েছেন পাপুয়া নিউগিনির বাঁহাতি ব্যাটার চার্লস আমিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে এখন পর্যন্ত কোনো ম্যাচে জয় না পেয়ে তলানিতে অবস্থান করছে পাপুয়া নিউগিনি। কার্যত এখানেই তাদের বিশ্বকাপ যাত্রা শেষ হলেও গাণিতিক হিসেবে এখনও তাদের বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যাওয়ার সুযোগ আছে। 

ওমানের কাছে ১০ উইকেটে হারের পাশাপাশি স্কটিশদের কাছে ১৭ রানের হার, তবুও টেস্ট খেলুড়ে বাংলাদেশের বিপক্ষে ভয়ডরহীন ক্রিকেট খেলতে চায় পাপুয়া নিউগিনি।

শুধু বাংলাদেশ নয়, টেস্ট খেলুড়ে যেকোনো দেশের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে পাপুয়া নিউগিনি। তাই তো প্রথম সাক্ষাতেই চায় ঘটুক অঘটনা।

বুধবার (২০ অক্টোবর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসেন পাপুয়া নিউগিনির বাঁহাতি ব্যাটার চার্লস আমিনি। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। অন্যতম সেরা একটি টি-টোয়েন্টি দলের বিপক্ষে খেলব। তারা বিশ্বকাপে আসার আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে হারিয়েছে। যদিও তারা এখানে প্রথম ম্যাচ হেরেছে তবু তারা ভাল দল।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের চেষ্টাতে খুশি। প্রথম দুই ম্যাচ হেরেছি কিন্তু মনে করছি এখনো সুযোগ আছে। প্রথম ম্যাচে স্কটল্যান্ড একটা অঘটনের জন্ম দিয়েছে (বাংলাদেশকে হারিয়ে)। আমরা নিশ্চিত আমরাও এরকম কিছু করতে পারব।’

প্রথম দুই ম্যাচে হারলেও শেষ ম্যাচে জিততে মুখিয়ে আছে পাপুয়া নিউগিনি। তাদের মতে, জয় পাওয়ার চেষ্টা থাকবে। তারপরে দ্বিতীয় পর্বের হিসাব নিকাশ করা যাবে। 

বলেন, ‘প্রথমত আমরা চেষ্টা করব ম্যাচটা জিততে। বিশ্বকাপে একটা ম্যাচ জেতা হবে ইতিহাস। এরপর কি হবে আমাদের হাতে নেই। সুযোগ কোন সুযোগ থাকে পরের রাউন্ডে যাওয়ার আমরা তা লুফে নেব।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের গ্রুপ সিডিং নিয়ে বিভ্রান্তি দূর করলো আইসিসি

বিশ্বকাপের গ্রুপ সিডিং নিয়ে বিভ্রান্তি দূর করলো আইসিসি

দলের প্রয়োজনে একাদশের বাইরে থাকতে প্রস্তুত : মরগান

দলের প্রয়োজনে একাদশের বাইরে থাকতে প্রস্তুত : মরগান

পাপন ভাইয়ের এ রকম পরামর্শগুলো খারাপ না : সাকিব

পাপন ভাইয়ের এ রকম পরামর্শগুলো খারাপ না : সাকিব

এ জয় আমাদের স্নায়ুচাপ মুক্ত করেছে : সাকিব

এ জয় আমাদের স্নায়ুচাপ মুক্ত করেছে : সাকিব