এ জয় আমাদের স্নায়ুচাপ মুক্ত করেছে : সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪০ পিএম, ২০ অক্টোবর ২০২১
এ জয় আমাদের স্নায়ুচাপ মুক্ত করেছে : সাকিব

ওমানের বিপক্ষে জয়ের ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন সাকিব

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় ওমানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নেমেছিল বাংলাদেশ। তবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওমানের বিপক্ষে জয় তুলে নিয়েছে টাইগারা। এ জয়ে বিশ্বকাপে অনেকটা স্নায়ুচাপ মুক্ত হতে পেরেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে পাপুয়া নিউনিগির বিপক্ষে দাপুটে জয় তুলতে পারলেই সুপার পুয়েলভে খেলা নিশ্চিত করতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা সিরিজ জয়ের রেকর্ড নিয়ে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে কেলতে গেলেও নিজেদের খুঁজে পাচ্ছিল না বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচে হারের পর প্রাথমিক পর্বে স্কটল্যান্ডের বিপক্ষেও হেরে যায় টাইগাররা।

ব্যাটিং ব্যর্থতায় ওই ম্যাচে হেরে যাওয়ায় চাপে পড়ে যায় বাংলাদেশ ক্রিকেট দল। গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে প্রথম খেলায় হেরে যাওয়ায় বাকি দুই ম্যাচটি বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে।

গ্রুপে স্পষ্ট ফেবারিট থাকার পরও প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় টাইগারদের মানসিক অবস্থা যে ভালো নেই তা ওমানের বিপক্ষেও বার বার পরিলক্ষিত হয়েছে। অধিনায়কসহ পুরো দল চাপ নিয়ে খেলেছে। যার কারণে বেশ কয়েকটি ক্যাচ মিস করেছে বাংলাদেশ।

তবে ওমানের বিপক্ষে জয় তুলে নেওয়ায় সেই স্নায়ুচাপ থেকে অনেকটাই বের হতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। যা ম্যাচ শেষে সাকিব আল হাসানের কথাতেও স্পষ্ট ছিল। ব্যাট হাতে ৪২ রানের পর বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি।

সাকিব বলেন, ‘স্কটল্যান্ডের বিপক্ষে হার পুরো দলকে কষ্ট দিয়েছে, এটা স্পষ্ট। কারণ, আমরা এটা আশা করিনি। এটা বেশ কঠিন ছিল। স্পষ্টতই স্কটল্যান্ডের বিপক্ষে কম রান আমাদের ক্ষতি করছে।’

স্কটল্যান্ডের বিপক্ষে মূলত ব্যাটিং ব্যর্থতায় হেরে গেছে বাংলাদেশ। ফলে ওমানের বিপক্ষে বড় ইনিংস খেলার লক্ষ্যে ছিল টাইগাররা। সেখানেও অবশ্য নাঈম-সাকিব ছাড়া বাকিদের ব্যাটে রান খরা ছিল। ব্যাট হাতে ৪২ রান করেছিলেন সাকিব আল হাসান।

তিনি বলেন, ‘ওমান সত্যিই ভালো ক্রিকেট খেলেছে। তবে আমরা আমাদের স্নায়ুচাপ ধরে রেখে খেলেছি। অভিজ্ঞতা একটি ভূমিকা পালন করেছে। ওমান ১৫ ওভার পর্যন্ত খেলায় ছিল, তাদেরকে কৃতিত্ব দিতেই হবে। তারা অনেক মনযোগ দিয়ে খেলছে।’

ওমানের বিপক্ষে ২৬ রানে জয় পেয়েছে বাংলাদেশ। ফলে জয়ের পাশাপাশি বাংলাদেশের রান রেটও বেশ ভালো হয়েছে। যদিও রান রেটে পিছিয়ে থেকে টেবিলে ওমানের নীচে রয়েছে বাংলাদেশ।

ওমান ক্রিকেটের প্রশংসা করে সাকিব বলেন, ‘তাদের (ওমান) ভবিষ্যতের খেলার জন্য শুভ কামনা। আমি মনে করি এ জয় আমাদেরকে স্নায়ুচাপ মুক্ত করেছে। আমাদের আরেকটি খেলা আছে যা আমাদের জিততে হবে। পাশাপাশি ওমান এবং স্কটল্যান্ডের খেলার দিকেও দৃষ্টি রাখতে হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ওমানকে হারিয়ে টিকে রইলো বাংলাদেশ

ওমানকে হারিয়ে টিকে রইলো বাংলাদেশ

ডট বলের সৌন্দর্যে ‘সেরা বাংলাদেশ’

ডট বলের সৌন্দর্যে ‘সেরা বাংলাদেশ’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বস’ হবেন স্পিনাররা : রশিদ খান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বস’ হবেন স্পিনাররা : রশিদ খান

বাংলাদেশের পর পিএনজি বধ, সুপার টুয়েলভে এগিয়ে স্কটল্যান্ড

বাংলাদেশের পর পিএনজি বধ, সুপার টুয়েলভে এগিয়ে স্কটল্যান্ড