পাপন ভাইয়ের এ রকম পরামর্শগুলো খারাপ না : সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৩ পিএম, ২০ অক্টোবর ২০২১
পাপন ভাইয়ের এ রকম পরামর্শগুলো খারাপ না : সাকিব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি মাঝে মাঝে টিম ম্যানেজারের ভূমিকা পালন করেন। দলের ভালো-মন্দ সময়ে পাশে থাকেন তিনি। বিভিন্ন সময় রাগ দেখানো ছাড়াও দলের ভালোর জন্য দিয়ে থাকেন নানা পরামর্শও। বিষয়টি নিয়ে নানা মহলে নানা কথা উঠলেও নাজমুল হাসান পাপনের এমন পরার্মশ যে খারাপ না তা স্বীকার করলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্বল প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ার পর পুরো দল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সে সময়ও দলে পাশে দাঁড়ান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দলের সিনিয়র খেলোয়াাড়দের সাথে কথা বলেন সাহস দেন। বিশেষ করে সাকিব আল হাসানের কথা বলে দলের বাকি খেলোয়াড়দের মন ভালো করার দায়িত্ব দেন তিনি।

বিষয়টি নাজমুল হাসান পাপনই গণমাধ্যমে নিশ্চিত করেন। বিশ্বকাপে দলের খেলা দেখতে ওমানের থাকা নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেন, ‘আমি বলেছি সবার সাথে বসে কথা বলতে। সাকিবকে আরও বেশি জড়িত থাকতে বলেছি। বলেছি খেলোয়াড়দেরকে প্রেরণা দেওয়ার জন্য।’

স্কটল্যান্ডের কাছে পরাজয়ে খেলোয়াড়দের মনোবল ভেঙে যেতে পারে -এমন শঙ্কা নাজমুল হাসান এমন পদক্ষেপ নিয়েছিলেন। বলেন, ‘ওরা একটু নড়বড়ে হয়ে যেতে পারে। এসব ওদের বলেছি, কিন্তু আমার মনের কথা না (হার মেনে নেওয়া)। আমি মেনেই নিতে পারছি না। কিন্তু ওদের বলেছি- কোনো অসুবিধা নেই, আমরা পরের দুটা ম্যাচ ভালোভাবে জিতে কোয়ালিফাই করবো। পরেরটা পরে দেখা যাবে।’

বিসিবি সভাপতি নাজমুল হাসানের এমন সাহসী পরামর্শ হয়তো বেশ ভালো কাজ করেছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে হারের শঙ্কায় পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। যার ফলে ওমানের ব্যাটিং ইনিংসের শেষ ৫ ওভারে বোলাররা ম্যাচ বাংলাদেশের দিকে নিয়ে আসে।

বিসিবি সভাপতির পরামর্শ নিয়ে স্বভাবতই প্রশ্ন শুনতে হয় সংবাদ সম্মেলনে আসা সাকিব আল হাসানকে। উত্তরে তিনি বলেন, ‌‘পাপন ভাই যেহেতু খেলার ভিতরে অনেক বেশি যুক্ত থাকেন, স্বাভাবিকভাবেই সবার পরামর্শ উনি শেয়ার করে। এগুলো আমরা পালন করার চেষ্টা করি। অনেক সময় কাজে আসতেও পারে, অনেক সময় নাও আসতে পারে। মাঝে মাঝে এ রকম পরামর্শগুলো খারাপ না।’

স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর ওমানের বিপক্ষে জয় বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ দলের জন্য। অবশেষে সেই জয়ে কিছুটা হলেও স্বস্তিতে ফিরেছে বাংলাদেশ। এখন তৃতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির কাছে বড় ব্যবধানে জয় পেলেই বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলা নিশ্চিত হবে।

কিছুটা স্বস্তিতে ফেরার ম্যাচের পর সাকিব বলেন, ‌‘প্রথম লক্ষ্য কোয়ালিফাই (সুপার টুযয়েলভ) করা। সেটা করলে আরও পাঁচটা ম্যাচ খেলা সুযোগ আসবে। তখন আমরা চেষ্টা করবো। মূল রাউন্ডে আমরা বোধ হয় এখনও কোনো ম্যাচ জিততে পারিনি।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এ জয় আমাদের স্নায়ুচাপ মুক্ত করেছে : সাকিব

এ জয় আমাদের স্নায়ুচাপ মুক্ত করেছে : সাকিব

ফাইট করতে স্কোর ১৭০ দরকার : সাকিব

ফাইট করতে স্কোর ১৭০ দরকার : সাকিব

ওমানকে হারিয়ে টিকে রইলো বাংলাদেশ

ওমানকে হারিয়ে টিকে রইলো বাংলাদেশ

শিশির বড় ফ্যাক্ট, স্কোর বোর্ডের রান চায় বাংলাদেশ

শিশির বড় ফ্যাক্ট, স্কোর বোর্ডের রান চায় বাংলাদেশ