ফুটবল বিশ্বসেরা জার্মানি এবার ক্রিকেট বিশ্বকাপের দোড়গোড়ায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০১ এএম, ২৩ অক্টোবর ২০২১
ফুটবল বিশ্বসেরা জার্মানি এবার ক্রিকেট বিশ্বকাপের দোড়গোড়ায়

ক্রীড়াবিশ্বের জার্মানির নাম শুনলেই মাথায় আসে ফুটবল কিংবা হকির কথা। ক্রিকেট বিশ্বের অপরিচিত এক নাম জার্মানি। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার দোড়গোড়ায় দাঁড়িয়ে আছে জার্মানরা। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের বৈশ্বিক বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়া অঞ্চলের বাছাইপর্বের ফাইনালে টানটান উত্তেজনা তৈরি করে ইতালিকে হারিয়েছে জার্মানি। এ ম্যাচ জিতেই বৈশ্বিক বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে জার্মানরা।

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে প্রথম ম্যাচে চার উইকেটের জয় পেয়েছিল জার্মানি। তবে দ্বিতীয় ম্যাচে এক রানের ব্যবধানে ম্যাচ হারে জার্মানরা। এ হারে রানরেটে এগিয়ে থেকে ফাইনাল খেলা নিশ্চিত করে জার্মানি।

ফাইনালে এলাম ভারতীর এবং ডিলান ব্লিগনাটের দুর্দান্ত বোলিংয়ে ইতালিকে ১১৭ রানে আটকে রাখে জার্মানি। জার্মানদের হয়ে এ ম্যাচে হ্যাটট্রিক করেন ডিলান ব্লিগনাট।

১১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মোটেও ভালো করেনি জার্মানি। মাত্র ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। তবে ডিয়েতার ক্লেইন এবং সাহির নাকাশের ব্যাটে ঘুরে দাঁড়ায় জার্মানরা। তাদের দারুণ ব্যাটিংয়েই জয় পায় তারা। 

এ জয়ে বেশ উচ্ছ্বসিত জার্মানরা। জার্মানরা অধিনায়ক ভেঙ্কটারমণ গণেশান বলেন, ‘এটা অনেক আনন্দের বিষয়। আমি বলে বোঝাতে পারবো। আমরা যা করেছি দল হিসেবে আমরা গর্বিত।’

এর আগে কখনই টি-টোয়েন্টি বিশ্বকাপের বৈশ্বিক বাছাইপর্বে খেলেনি জার্মানি। প্রথমবারের মতো ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার লক্ষ্যে বাছাই পর্ব খেলবে তারা।

ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বে জার্মানির হয়ে নিয়মিত পারফর্মেন্স করেন সাবেক প্রোটিয়া ক্রিকেটা ডেভ রিচার্ডসনের ছেলে মার্ক রিচার্ডসন। এছাড়াও ব্লিগনাট এবং অধিনায়ক গণেশাণও দারুণ পারফর্মেন্স করেন। তবে ক্লেইনের ম্যাচ জয়ী ইনিংসই তাদেরকে বৈশ্বিক বাছাই পর্বে তুলেছে।

২০১৯ সালে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের বৈশ্বিক বাছাইপর্বের খুব কাছে গিয়েছিল জার্মানি। তবে শেষ পর্যন্ত অল্পের জন্য বৈশ্বিক বাছাই পর্বে খেলা হয়নি জার্মানদের। তবে এবার সফলতার মুখ দেখেছে তারা। তাদের এ অর্জন জার্মানিতে ক্রিকেট প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন জার্মান ক্রিকেটাররা।

২০২২ সালে বৈশ্বিক বাছাই পর্বে মোট ১৬ দল খেলবে। দুই গ্রুপে থাকবে আটটি করে দল। সেখান থেকে গ্রুপের শীর্ষ দুই দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো সুপার টুয়েলভে নামিবিয়া

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো সুপার টুয়েলভে নামিবিয়া

২০২৩ বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কিত মরগ্যান

২০২৩ বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কিত মরগ্যান

করোনা আক্রান্ত বায়ার্ন মিউনিখ কোচ

করোনা আক্রান্ত বায়ার্ন মিউনিখ কোচ

আমি একটু ক্লান্ত : সাকিব

আমি একটু ক্লান্ত : সাকিব