আমি একটু ক্লান্ত : সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৪ এএম, ২২ অক্টোবর ২০২১
আমি একটু ক্লান্ত : সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে টানা খেলার মধ্যে থেকেও সাকিবের প্যারফর্মেন্সে ভাটা পড়েনি। তবে পাঁচ-ছয় মাস ধরে টানা খেলার মধ্যে থাকায় কিছুটা ক্লান্ত বোধ করছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্ব শেষে এখন পর্যন্ত দেশের সেরা পারফর্মার সাকিব আল হাসান। ব্যাট ও  বল হাতে উভয় বিভাগেই আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি।

বিশ্বকাপের এখন পর্যন্ত তিন ম্যাচে ব্যাট হাতে ১০৮ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৯ উইকেট। আর মাত্র একটি উইকেট শিকার করতে পারলেই টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়বেন সাকিব।

টানা খেলার মধ্যে থেকেও বিশ্বকাপে ক্লান্তির প্রভাব পড়তে দেননি তিনি। প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দলের জয়ে অবদান রেখে হয়েছেন সেরা খেলোয়াড়।

দীর্ঘদিন ধরে বায়ো-বাবলের মধ্যে থেকে ক্রিকেট খেলছেন সাকিব। ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ শেষে আইপিএল খেলেছেন সাকিব। আইপিএল শেষে কোন বিরতি না দিয়েই খেলছেন বিশ্বকাপ। টানা খেলায় সাকিব ক্লান্ত। তবে খেলার মাঝে প্রভাব পড়তে না দিলেও ক্লান্তির কথা এবার নিজেই জানালেন সাকিব আল হাসান। 

বৃহস্পতিবার পাপুয়া নিউগিনির বিপক্ষে দলের জয়ের পর ম্যাচ সেরা পুরস্কাের নেওয়ার সময় সাকিব বলেন, ‘আমি একটু ক্লান্ত। গত পাঁচ-ছয় মাস ধরে বিরতিহীন ক্রিকেট খেলছি। এটা আমার জন্য বড় ক্রিকেট মৌসুম। তবে আশা করছি টুর্নামেন্টে ভালো করবো।’

পাপুয়া নিউগিনির বিপক্ষে বিশাল জয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারলেও টানা জয়ের দলের আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে জানান সাকিব।

তিনি বলেন, ‘আমরা যে খেলাটি খেলছি তা আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে একটি ধাক্কা ছিল। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে যে দল যেদিন ভালো করবে তারাই জিতবে।’

ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে টানা দুই ম্যাচে জয় দলকে চাপমুক্ত করেছে বলেও মনে করেন সাকিব। যার ফলে সুপার টুয়েলভে দল আরও ভালো করার সাহস রাখে। সাকিব বলেন, ‘এখন চাপ কমে গেছে এবং আমরা ভালোভাবে খেলতে পারছি।’

বিশ্বকাপের আগে নিজের সেরা পারফর্মেন্সকে হারিয়ে খুঁজছিলেন সাকিব। বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও সর্বশেষ দুই ম্যাচে নিজের ছন্দ ফিরেছেন সাকিব। বলেন, ‘ফর্মে ফিরে আসার জন্য এটা (টি-টোয়েন্টি) সহজ ফরম্যাট নয়। তবে সৌভাগ্যবশত আমি উপরে ব্যাট (তিন নম্বর) করার আরও সুযোগ পাচ্ছি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যর্থতার পাল্লায় ভারী হচ্ছেন মুশফিক

ব্যর্থতার পাল্লায় ভারী হচ্ছেন মুশফিক

ভালো শুরুর পরও লিটনের হতাশা

ভালো শুরুর পরও লিটনের হতাশা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেবারিট ভারত : স্মিথ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেবারিট ভারত : স্মিথ

সুপার টুয়েলভ নিশ্চিত করলো বাংলাদেশ

সুপার টুয়েলভ নিশ্চিত করলো বাংলাদেশ