দলের ব্যাটিং নিয়ে আমি হতাশ : মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৮ অক্টোবর ২০২১
দলের ব্যাটিং নিয়ে আমি হতাশ : মাহমুদউল্লাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ভালো সংগ্রহ গড়তে পারলেও দ্বিতীয় ম্যাচে আবারও ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে বাংলাদেশ। শুধু তাই নয় বিশ্বকাপে বাংলাদেশে খেলা প্রত্যেক ম্যাচেই ওপেনিং ব্যর্থতা নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। এবার অধিনায়ক মাহমুদউল্লাহর কণ্ঠেও ব্যাটিং নিয়ে ঝড়লো আক্ষেপ।

বিশ্বকাপের প্রাথমিক পর্বে স্কটল্যান্ড, ওমান কিংবা পাপুয়া নিউগিনি কোনো ম্যাচেই ভালো শুরু এনে দিতে পারেননি ওপেনাররা। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো শুরুর আভাস দিলেও দ্বিতীয় ম্যাচে এসেই আবারও ব্যর্থ টপ অর্ডার।

তাই তো এবার আর ব্যাটারদের নিয়ে সাফাই গাইলেন না অধিনায়ক রিয়াদ। তিনি নিজেও এবার নিজেদের ব্যাটিং নিয়ে হতাশ। এ ধরনের ব্যাটিং উইকেটে জুটি গড়তে না পারাই স্কোর বোর্ডের বড় রান করতে না পারা কারণ বলে জানান তিনি।

রিয়াদ বলেন, ‘অবশ্যই আমারা ব্যাটিং নিয়ে হতাশ। উইকেট ভালো ছিল। তবে আমরা ভালো শুরু করতে পারিনি। শুধু তাই নয়, মিডল অর্ডারেও জুটি গড়তে পারিনি।’

বাংলাদেশের ওপেনিংয়ের সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরেই কথা হচ্ছে। এবার তা স্বীকার করে নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। বলেন, ‘আমাদের ব্যাটিংয়ের শুরুতে সমস্যা আছে। এ ধরনের উইকেটে প্রথমে রান করতে না পারলে পরে রান করা কঠিন’

যতই সমস্যা থাক পাওয়ার হিটারের সমস্যা নেই বলে জানান অধিনায়ক। তার মতে, বাংলাদেশ দলে পাওয়ার হিটার না থাকলেও স্কিল হিটার আছে। যারা কিনা পাওয়ার হিটারের কাজ চালিয়ে নিতে পারে।

দলের ব্যাটিং নিয়ে হতাশ হলেও, দলের উপর আস্থা রাখছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আমরা আরও ভালো রান করতে পারি।’

পরবর্তীতে ম্যাচে নামার আগে আগের ম্যাচের ভুলক্রটি শুধরে মাঠে নামবেন বলে জানান অধিনায়ক রিয়াদ। এছাড়াও খেলার পরিকল্পনাও আরও ভালো করে পরবর্তী ম্যাচ থেকে বাংলাদেশ দল মাঠে নামবে বলে জানান তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংলিশদের বল-ব্যাটের দাপটে টাইগারদের অসহায় আত্মসমর্পণ

ইংলিশদের বল-ব্যাটের দাপটে টাইগারদের অসহায় আত্মসমর্পণ

টি-টোয়েন্টির সিংহাসন আবারও সাকিবের দখলে

টি-টোয়েন্টির সিংহাসন আবারও সাকিবের দখলে

বিশ্বকাপের মাঝেই র‍্যাঙ্কিংয়ে পেছালো বাংলাদেশ

বিশ্বকাপের মাঝেই র‍্যাঙ্কিংয়ে পেছালো বাংলাদেশ

সাইফউদ্দিন বাদ, মূল স্কোয়াডে রুবেল

সাইফউদ্দিন বাদ, মূল স্কোয়াডে রুবেল