ইংলিশদের বল-ব্যাটের দাপটে টাইগারদের অসহায় আত্মসমর্পণ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৯ এএম, ২৮ অক্টোবর ২০২১
ইংলিশদের বল-ব্যাটের দাপটে টাইগারদের অসহায় আত্মসমর্পণ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা দাবিদার ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল যত সম্ভব রান করা। টস জয়ে সেই সুযোগও পেয়েছিল। তবে সেই পুরোনো রোগ, ব্যাটিং ব্যর্থতা। শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রগ গড়লেও এবার দুই বিভাগেই পরাজিত। বিপরীতে বলে-ব্যাটে দাপট দেখিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিল ইংল্যান্ড।

বুধবার (২৭ অক্টোবর) আবুধাবি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টস জয়ে ইংল্যান্ডের বিপক্ষে যত সম্ভব রান করার সুযোগ পায় টাইগাররা। তবে একের পর এক উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১২৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।

আবুধাবির ব্যাটিং উইকেটে বল হাতে বাংলাদেশকে ১২৪ রানে আটকে দিয়ে ব্যাট হাতেও দাপট দেখায় ইংল্যান্ড। ৩৫ বল বাকি রেখেই ৮ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড। ব্যাট হাতে ইলিংম ওপেনার জেসন রয় ৬১ রানের ইনিংস খেলেছেন।

চলমান বিশ্বকাপে ইংল্যান্ড ক্রিকেট দলের এটি টানা দ্বিতীয় জয়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৭০ বল বাকি রেখে ৬ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে ইংলিশরা। অন্যদিকে, সুপার টুয়েলভে বাংলাদেশের এটি টানা দ্বিতীয় হার।

ব্যাট করতে নেমে চরমভাবে ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই পর পর দুই বলে সাজঘরে ফিরেন দুই ওপেনার। বিশ্বকাপে টানা ব্যর্থতায় নাম লিখান ওপেনার লিটন দাস। অন্যদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে ৬২ রানের ইনিংয়স খেরা নাঈমও ব্যর্থ হন ইংল্যান্ডের বিপক্ষে।

দলীয় ১৪ রানে জোড়া উইকেট হারানোর পর ব্যাট হাতে মুশফিকুর রহিম ও অধিনায়ক মাহমুদউল্লাহ ছাড়া শেষ দিকে নুরুল হাসান সোহান এবং নাসুম আহমেদের ব্যাটে রান পায় বাংলাদেশ। ফলে নির্ধারিত ২০ ওভারে ১২৪ রানের স্কোর পায় টাইগাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রানের ইনিংস গড়ার পর বাজে বোলিং আর ক্যাচ মিসে ম্যাচ মিস হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২৪ রানের সংগ্রহে শুরুতে হারের মানসিকতা পেয়ে বসে টাইগারদের। ফলে বোলিংয়েও প্রভাব পড়ে।

জয়ের জন্য ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে থেকেই এক উইকেটে ৫০ রান তুলে নেয় ইংল্যান্ড। আর ১৫তম ওভারের প্রথম বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ৩৫ বল বাকি রেখেই জয় পায় ইংল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন জেসন রয়।

ইংল্যান্ডের বিপক্ষে দুই উইকেটের মধ্যে শরিফুল ইসলাম এবং নাসুম আহমেদ একটি করে শিকার করেন। তবে বকল হাতে তিন ওভার করে বল করলেও উইকেট শূন্য ছিলেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন ওয়াকার ইউনিস

বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন ওয়াকার ইউনিস

ঘোষণা দিয়েই কিউইদের বধ করলো পাকিস্তান

ঘোষণা দিয়েই কিউইদের বধ করলো পাকিস্তান

বিশ্বকাপের মাঝেই র‍্যাঙ্কিংয়ে পেছালো বাংলাদেশ

বিশ্বকাপের মাঝেই র‍্যাঙ্কিংয়ে পেছালো বাংলাদেশ

হারিয়ে দিয়ে ভারতকে ইমরান খানের খোঁচা

হারিয়ে দিয়ে ভারতকে ইমরান খানের খোঁচা