বাংলাদেশের ব্যাটিং তৃতীয় শ্রেণির চেয়েও খারাপ : মার্ক ওয়াহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০০ এএম, ০৬ নভেম্বর ২০২১
বাংলাদেশের ব্যাটিং তৃতীয় শ্রেণির চেয়েও খারাপ : মার্ক ওয়াহ

সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে অজিদের বোলিং তোপে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটিংয়ের এ ভগ্নদশা দেখে বিরক্তি প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার মার্ক ওয়াহ। তার মতে, তৃতীয় শ্রেণিতেও বাংলাদেশের মতো বাজে ব্যাটিং হয় না।

ব্যাটার হিসেবে সবসময় দুর্দান্ত ছিলেন মার্ক ওয়াহ। চোখজুড়ানো ব্যাটিংয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখতেন তিনি। তাই তো তার কাছ থেকে ব্যাটারদের সমালোচনা শোনা যাবে সেটা স্বাভাবিক ঘটনা।

ওয়াহদের যমজদের ছোট মার্ক বাংলাদেশের ব্যাটিংকে বলেছেন জঘন্য। তিনি বলেন, ‘খুবই পীড়াদায়ক ব্যাটিং। আমি জানি অস্ট্রেলিয়া ভালো বোলিং করেছে। বাংলাদেশের ব্যাটিং আন্তর্জাতিক মানের না। খুবই বিব্রতকর প্রদর্শনী। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ এমন ব্যাটিং তৃতীয় শ্রেণির ক্রিকেটেও পাওয়া যায় না।’

অস্ট্রেলিয়ার বোলারদের প্রশংসা করলেও খুব ভালো বোলিং করেনি বলে জানান মার্ক ওয়াহ। তিনি জানান, অস্ট্রেলিয়া দারুণ বোলিং করেছে। তাই বলে এত ভালো বোলিং করে নাই যে ৭৪ রানে অলআউট হবে। 

শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে নয়, পুরো আসরেই নিজেদের ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। ওপেনিং জুটির পাশাপাশি টপ অর্ডারও নিয়মিত হয়েছে ব্যর্থ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে টাইগাররা। সুপার টুয়েলভে জয়হীন থেকে শেষ করেছে বিশ্বকাপ মিশন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ডাচ ক্রিকেটের নতুন দায়িত্বে ডেসকাট

ডাচ ক্রিকেটের নতুন দায়িত্বে ডেসকাট

বিশ্বকাপ ব্যর্থতার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না মাহমুদউল্লাহ রিয়াদ

বিশ্বকাপ ব্যর্থতার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না মাহমুদউল্লাহ রিয়াদ

লজ্জাজনক পরাজয়ে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

লজ্জাজনক পরাজয়ে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

আইসিসির অক্টোবর সেরার তালিকায় সাকিব

আইসিসির অক্টোবর সেরার তালিকায় সাকিব