আইসিসির অক্টোবর সেরার তালিকায় সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৫ এএম, ০৫ নভেম্বর ২০২১
আইসিসির অক্টোবর সেরার তালিকায় সাকিব

দ্বিতীয়বারের মতো ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে চলতি বছরের জুলাই মাসে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার তার সঙ্গী হিসেবে আছেন পাকিস্তানের আসিফ আলি এবং নামিবিয়ার ডেভিড ভিসা।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে বাংলাদেশের দুই জয়ের নায়ক ছিলেন সাকিব আল হাসান। প্রাথমিক পর্বে স্কটল্যান্ডের কাছে হারলেও ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পায় বাংলাদেশ। এ দুই ম্যাচ ব্যাট এবং বল হাতে দারুণ পারফর্মেন্সের কারণে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন তিনি।

চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে সিরিজের দুর্দান্ত পারফর্মেন্সের সুবাদে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। 

সাকিব ছাড়াও মুশফিকুর রহিম আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও সেপ্টেম্বর মাসে সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন তরুণ বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

এবার সাকিবের সঙ্গী হয়েছেন পাকিস্তানের আসিফ আলি। আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচজয়ী দুই ইনিংসে দলকে জিতিয়েছেন। এ দুই ম্যাচজয়ী ইনিংসের সুবাদে তিনি মনোনয়ন পেয়েছেন।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেই সুপার টুয়েলভে পা রেখেছে নামিবিয়া। দলকে একাই টেনে নিয়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ক্রিকেটার ডেভিড ভিসা। নামিবিয়ার হয়ে বিশ্বমঞ্চে দারুণ পারফর্মেন্সের স্বীকৃতি স্বরুপ তিনিও মনোনয়ন পেয়েছেন।

পুরুষ ক্রিকেট ছাড়াও নারী ক্রিকেটেও সেরা ক্রিকেটার মনোনয়ন তালিকা প্রকাশ করেছে আইসিসি। এ তালিকায় জায়গা পেয়েছেন আয়ারল্যান্ডের দুই ক্রিকেটার লাওরা ডিলানি এবং গ্যাবি লুইস। এছাড়াও আছেন জিম্বাবুয়ের নারী ক্রিকেটার ম্যারি-অ্যান মুসোন্ডা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টিতে নবম স্থানে নেমে গেল বাংলাদেশ

টি-টোয়েন্টিতে নবম স্থানে নেমে গেল বাংলাদেশ

ভেঙে পড়েছে সাকিবের কর্তৃত্ব, এখন যৌথ

ভেঙে পড়েছে সাকিবের কর্তৃত্ব, এখন যৌথ

টি-টোয়েন্টি উইকেট শিকারে সাকিবের মাইলস্টোন

টি-টোয়েন্টি উইকেট শিকারে সাকিবের মাইলস্টোন

সাকিবকে পেয়ে বাংলাদেশ ক্রিকেট ভাগ্যবান : মাহমুদউল্লাহ

সাকিবকে পেয়ে বাংলাদেশ ক্রিকেট ভাগ্যবান : মাহমুদউল্লাহ