পাকিস্তানকে নিয়ে সতর্ক নিয়ে অস্ট্রেলিয়া : মিচেল মার্শ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৯ এএম, ০৯ নভেম্বর ২০২১
পাকিস্তানকে নিয়ে সতর্ক নিয়ে অস্ট্রেলিয়া : মিচেল মার্শ

চলমান বিশ্বকাপের সুপার টুয়েলভে দুর্দান্ত পারফর্ম করে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ফাইনালে ওঠার পথে অস্ট্রেলিয়ার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। তাই তো পাকিস্তানকে নিয়ে বেশ সতর্ক অস্ট্রেলিয়া। এমনটাই জানিয়েছেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ।

বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের কাছে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। তবে বিশ্বকাপের সর্বশেষ দুই সিরিজের কোনো প্রভাব পড়েনি। মিচেল মার্শ জানিয়েছেন, বিশ্বকাপের আগে খারাপ পারফর্মেন্স সত্ত্বেও নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী ছিলো অস্ট্রেলিয়া।

মিচেল মার্শ বলেন, ‘বিশ্বকাপের আগের পারফম্যান্স এটাই বার্তা দিচ্ছিল যে, আমাদেরকে এই টুর্নামেন্টে অনেক বেশি সংগ্রাম করতে হবে। তবে আমি মনে করি, যখন আপনি অস্ট্রেলিয়ার লাইনআপের দিকে তাকাবেন, তখন দেখবেন আমরা একটি পূর্ণ শক্তির দল, অভিজ্ঞতায় পরিপূর্ণ। দলটিতে বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড় আছে।’

বিশ্বকাপে অনেকগুলো শক্তিশালী দল থাকায় কিছুটা শঙ্কাও ছিল বলে জানান মিচেল মার্শ। বলেন, ‘এখানে অনেকগুলো ভয়ঙ্কর দল ছিল। তবুও আমরা সেমিফাইনালে পৌঁছে গেছি। যে কোনো কিছুই ঘটুক, আমরা এখন ফাইনালে যেতে চাই।’

বিশ্বকাপের আগে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ১০ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৮ টিতে হেরেছিল অস্ট্রেলিয়া। তবে সুপার টুয়েলভের পাঁচ ম্যাচের চারটিতেই জয় তুলে নিয়েছে। এর ফলে গ্রুপ রানার্স আপ হয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে অজিরা।

এ বিষয়ে মিচেল মার্শ বলেন, ‘দল হিসেবে আমরা এখন অনেকদুর চলে এসেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দল হিসেবে পারফর্ম করতে পারছি আমরা। দলের মধ্যে এখন দারুণ একটা পরিবেশ বিরাজমান।’

সেমি-ফাইনালের আগে একটা দারুণ ধারাবাহিকতা দরকার ছিল মনে করেন মার্শ। বলেন, ‘সেমিফাইনালের আগে আমরা দারুণ একটি ধারাবাহিকতাও পেয়ে গেছি। এটাই দলের জন্য খুব দরকার এবং আমরা এ ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

এবারের আসরে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি পাকিস্তান। তাই তো কিছুটা শঙ্কায় রয়েছেন মার্শ। এরপরেও নিজেদেরকেই এগিয়ে রাখছেন এ অজি অলরাউন্ডার। তিনি বলেন আমরাও দারুণ পারফর্ম করছে।

‘সবাই জানে পাকিস্তান কতটা বিপজ্জনক দল। তারা দুর্দান্ত অভিজ্ঞতা পেয়েছে, তাদের বোলিংয়েও দারুণ গভীরতা রয়েছে। তারা একটি অলরাউন্ড দল; কিন্তু আমি মনে করি আমরাও একইরকম। আমরাও দারুণ অভিজ্ঞতা পেয়েছি, ব্যাট এবং বল উভয় দিক দিয়ে আমরা প্রচুর গভীরতাও পেয়েছি। তাই সেমিফাইনালে একটি দারুণ লড়াই হবে বলে আমি মনে করি।’- বলেন মিচেল মার্শ।

অজি অলরাউন্ডার মার্শ এবং ডেভিড ওয়ার্নার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৩ বলে ১২৪ রানের জুটি গড়ে ম্যাচকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান এবং শেষ পর্যন্ত ক্যারিবিয়ানদের ৮ উইকেটে হারায় অস্ট্রেলিয়া।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

জেসন রয়ের বিশ্বকাপ শেষ, বদলি জেমস ভিন্স

জেসন রয়ের বিশ্বকাপ শেষ, বদলি জেমস ভিন্স

২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

ইংলিশদের হারিয়েও সেমিতে যেতে পারলো না দক্ষিণ আফ্রিকা

ইংলিশদের হারিয়েও সেমিতে যেতে পারলো না দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ালেন হাফিজ

বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ালেন হাফিজ