ভারত-পাকিস্তান লড়াইয়ে ছিল রেকর্ড সংখ্যক দর্শক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৩ এএম, ১০ নভেম্বর ২০২১
ভারত-পাকিস্তান লড়াইয়ে ছিল রেকর্ড সংখ্যক দর্শক

ভারত-পাকিস্তানের মধ্যকার বৈরিতা বেশ পুরনো। রাজনৈতিক ময়দান থেকে তা চলে আসে ক্রিকেট ময়দানেও। যে কারণে দুই দেশের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক এই ম্যাচ দেখেছেন টিভির পর্দায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির ব্রডকাস্ট পার্টনার ‘স্টার স্পোর্টসের’ পর্দায় দুই চিরপ্রতিপক্ষের মধ্যকার এই ম্যাচটি সরাসরি উপভোগ করেছেন ১৬৭ মিলিয়ন মানুষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে স্টার স্পোর্টস কতৃপক্ষ।

ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে স্টার স্পোর্টসের এক কর্মকর্তা বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ ১৬৭ মিলিয়ন দর্শক দেখেছে যা ইতিহাস তৈরি করেছে। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের দেখা টি-টোয়েন্টি ম্যাচ এটি।’

এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি দেখেছিল ১৩৬ মিলিয়ন দর্শক। যা এতদিন টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চবার দেখা ম্যাচ ছিল।

অবশ্য এবারের ম্যাচটিতে পাকিস্তানের বিপক্ষে দশ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ভারত। দুই দলের মাঠের লড়াইয়ে খুব একটা উত্তাপ না থাকলেও, ঠিকই উত্তেজনা ছড়িয়েছিল ক্রিকেট ভক্তদের মাঝে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির অক্টোবর সেরা আসিফ আলি

আইসিসির অক্টোবর সেরা আসিফ আলি

বিশ্বকাপের ফাইনালে থাকছে গ্যালারি ভর্তি দর্শক

বিশ্বকাপের ফাইনালে থাকছে গ্যালারি ভর্তি দর্শক

ব্যর্থ বিশ্বকাপ শেষে বার্তা দিলেন কোহলি

ব্যর্থ বিশ্বকাপ শেষে বার্তা দিলেন কোহলি

বাংলাদেশ সফরে পাকিস্তানের দল ঘোষণা

বাংলাদেশ সফরে পাকিস্তানের দল ঘোষণা