বিশ্বকাপের ফাইনালে থাকছে গ্যালারি ভর্তি দর্শক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৪ এএম, ১০ নভেম্বর ২০২১
বিশ্বকাপের ফাইনালে থাকছে গ্যালারি ভর্তি দর্শক

দর্শকপূর্ণ গ্যালারিতে হচ্ছে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে কোনো ম্যাচেই ধারণক্ষমতার শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বিশ্বকাপের ফাইনালে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে অনুষ্ঠিত হলেও মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। মূলত করোনাভাইরাস মহামারির কারণে নিজ দেশে বিশ্বকাপ আয়োজন করতে পারেনি ভারত।

নিজেদের দেশে বিশ্বকাপ আয়োজন করতে না পারলেও মরুর বুকে বিশ্বকাপ আয়োজন করে বেশ লাভবান হচ্ছে বিসিসিআই।

বিশ্বকাপে দর্শক প্রবেশের অনুমতি থাকলেও পূর্ণ গ্যালারির অনুমতি দেয়নি আরব আমিরাত সরকার। তবে ফাইনালে শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে। 

তিনি বলেন, ‘বিসিসিআই এবং ইসিবি (আরব আমিরাত ক্রিকেট বোর্ড) অনুমতির জন্য আবেদন করেছে। আরব আমিরাত সরকার ইতিমধ্যেই অনুমতি দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইসিসিকে ধন্যবাদ সবকিছু সুন্দর করে ব্যবস্থা করার জন্য। টুর্নামেন্টের পরও সকল ধরনের কাজে আইসিসিকে আমরা সহযোগিতা করবো।’

সুপার টুয়েলভে থেকে ভারত ছিটকে যাওয়ায় বিশ্বকাপের জৌলুস কমবে বলেও জানান বিসিসিআইয়ের ওই কর্মকর্তা। এখনও বিশ্বকাপ দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেও বলে জানান তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানকে নিয়ে সতর্ক নিয়ে অস্ট্রেলিয়া : মিচেল মার্শ

পাকিস্তানকে নিয়ে সতর্ক নিয়ে অস্ট্রেলিয়া : মিচেল মার্শ

জেসন রয়ের বিশ্বকাপ শেষ, বদলি জেমস ভিন্স

জেসন রয়ের বিশ্বকাপ শেষ, বদলি জেমস ভিন্স

ভারতের বিশ্বকাপ ব্যর্থতার কারণ আইপিএল প্রীতি : কপিল দেব

ভারতের বিশ্বকাপ ব্যর্থতার কারণ আইপিএল প্রীতি : কপিল দেব

আয়নায় নিজেকে দেখে ফিট রাখছেন মালিক 

আয়নায় নিজেকে দেখে ফিট রাখছেন মালিক