হাত ভেঙে ফাইনাল থেকে ছিটকে গেলেন কনওয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫১ এএম, ১৩ নভেম্বর ২০২১
হাত ভেঙে ফাইনাল থেকে ছিটকে গেলেন কনওয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আউট হয়ে প্যাভিলিয়নের ফেরার পথে ব্যাট দিয়ে নিজের হাতে আঘাত করেছিলেন কিউই ব্যাটার ডেভন কনওয়ে। এতেই হাত ভেঙে ফাইনাল থেকে ছিটকে গেছেন তিনি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। শুধু ফাইনাল নয়, ভারত সফর থেকেও ছিটকে গিয়েছেন কনওয়ে।

বুধবার (১০ নভেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে কিউইদের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কনওয়ে। ওই ম্যাচে ড্যারিল মিচেলের সাথে ৬৭ বলে ৮২ রানের জুটি গড়েন তিনি। ৩৮ বলে ৪৬ রান করে লিয়াম লিভিংস্টোনের বলে স্টাম্পড হওয়ার পর ব্যাট দিয়ে হাতে আঘাত করেন তিনি। 

বৃহস্পতি করানো স্ক্যান রিপোর্টে দেখা যায়  ডান হাতের একটি হাড় ভেঙে গেছে। এর ফলে ৩০ বছর বয়সী এ ক্রিকেটারকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হচ্ছে।

বিশ্বকাপ এখন পর্যন্ত দুইজন ক্রিকেটারকে হারালো নিউজিল্যান্ড। সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগ মুহূর্তে পেশির চোটে বিশ্বকাপ থেকে ছিটকে যান পেসার লকি ফার্গুসন। তার বদলি হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন অ্যাডাম মিলনে। অতিরিক্ত সফর সঙ্গী হিসেবে আর কেউ না থাকায় স্কোয়াড একজন ক্রিকেটার কম নিয়ে খেলতে হবে।

পুরো আসরে ছয় ম্যাচ খেলে ১২৯ রান করেছিলেন কনওয়ে। এর মধ্যে আফগানিস্তান এবং ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তিনি।

এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলছে নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচের এভাবে ছিটকে পড়ায় কনওয়ে হতাশ বলে জানিয়েছেন কিউই কোচ গ্যারি স্টেড।

কোচ আরও জানান, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের কনওয়ের বদলি হিসেবে কাউকে দলে নেওয়া হবে না। তবে টেস্ট সিরিজের একাদশে তার বদলি আসতে পারে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানকে বিদায় দিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

পাকিস্তানকে বিদায় দিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

রিজওয়ানের দেওয়া কোরআন পেয়ে আপ্লুত হেইডেন

রিজওয়ানের দেওয়া কোরআন পেয়ে আপ্লুত হেইডেন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত মালালার স্বামী

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত মালালার স্বামী

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে!

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে!