২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৯ এএম, ১২ নভেম্বর ২০২১
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে!

২০২৪ সালে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নবম আসর। অষ্টম আসরের আয়োজক অস্ট্রেলিয়া হলেও নবম আসরের আয়োজক এখনও চূড়ান্ত করেনি আইসিসি। তবে আইসিসির সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের বলা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৪ সালের আসর।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল অংশ নিবে -এ তথ্য বেশ আগেই নিশ্চিত করেছে আইসিসি। ২০ দলের এ টুর্নামেন্টের জন্য যৌথভাবে আবেদন করেছিল যুক্তরাষ্ট্র ক্রিকেট এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

গণমাধ্যমগুলোকে বলা হচ্ছে, ক্রিকেটের বিশ্বায়ন শুরুর এ টুর্নামেন্ট আয়োজনে ভিন্ন পথে হাঁটছে আইসিসি। যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে বেছে নিতে আগ্রহী বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে বসবে গ্রীষ্মকালীন অলিম্পিক। অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বেশ জোরে শোরেই কাজ করছে আইসিসি। অলিম্পিকের আগে মার্কিন মুলুকে ক্রিকেটের জোয়ার তৈরি করতে চায় তারা। মূলত এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দিচ্ছে আইসিসি।

আইসিসির ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিককে সামনে রেখে ক্রিকেট বিশ্বায়নে কাজ করছে। যদি তা সম্ভব না হয়, তাহলে ২০৩২ এ গিয়ে ঠেকবে। তবে এর আগেই নিজেদের কাজ ভালো মতো করতে চায় তারা।

এছাড়া ২০২৪-২০৩১ ক্রিকেট চক্রে দুটি বৈশ্বিক ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেতে পারে ভারত। তবে সংখ্যাটা দুইয়ের বেশি হবে না তা একরকম নিশ্চিত বলেই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আয়োজক ভারত। মাঝখানের এক আসর বাদ দিয়ে ২০৩১ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ভারতের কাঁধেই উঠতে পারে বলা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বৈঠকে বসছে আইসিসির নির্বাহী কমিটি। সেখানেই এসব নিয়ে আলোচনা হবে। এরপর ১৬ নভেম্বর (মঙ্গলবার) বসবে আইসিসির বোর্ড সভা। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

টি-টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশের পাশাপাশি আইসিসির অন্যান্য টুর্নামেন্টের আয়োজক দেশ নিয়েও হবে চূড়ান্ত সিদ্ধান্ত। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসি ইভেন্ট আয়োজনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বি ১৬ দেশ

আইসিসি ইভেন্ট আয়োজনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বি ১৬ দেশ

আইসিসির অক্টোবর সেরা আসিফ আলি

আইসিসির অক্টোবর সেরা আসিফ আলি

অস্ট্রেলিয়া বিশ্বকাপে ‘সরাসরি’ খেলবে বাংলাদেশ : আইসিসি

অস্ট্রেলিয়া বিশ্বকাপে ‘সরাসরি’ খেলবে বাংলাদেশ : আইসিসি

ভারতের অর্থে বেঁচে আছে পাকিস্তানের ক্রিকেট : রমিজ

ভারতের অর্থে বেঁচে আছে পাকিস্তানের ক্রিকেট : রমিজ