পাকিস্তান সিরিজে থাকছে দর্শক, জেনে নিন ম্যাচ সূচি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৬ এএম, ১৩ নভেম্বর ২০২১
পাকিস্তান সিরিজে থাকছে দর্শক, জেনে নিন ম্যাচ সূচি

ফাইল ফটো

বিশ্বকাপের আমেজ শেষ হতে না হতেই ঘরের মাঠে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট আসর। সফরকারী পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি দিয়ে শুরু হওয়া দুই দলের লড়াই শুরু হবে (১৯ নভেম্বর) শুক্রবার।

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দীর্ঘ দির ধরে টাইগার ভক্তদের খেলা দেখতে হয়েছে টিভি পর্দায়। তবে দেশে করোনা পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাকিস্তান সিরিজে গ্যালারির ধারণ ক্ষমতার ৫০ শতাংশ আসনে দর্শক উপস্থিত হতে পারবেন। তবে মাঠে বসে খেলা দেখতে স্বাস্থ্যবিধি মানাসহ শর্ত হিসেবে করোনা টিকা বাধ্যতামূলক করা হয়েছে। যদিও বিসিবি এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

এদিকে, সফরকারী পাকিস্তানের বিপক্ষে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দিনের আলোতে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের সবগুলো টি-টোয়েন্টি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। শুক্রবার (১২ নভেম্বর) বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় টি-টোয়েন্টি সিরিজ শেষে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় টেস্টে আবার মিরপুরে ফিরবে দুই দল। টি-টোয়েন্টির ম্যাচগুলো দুপুরে শুরু হলেও টেস্ট ম্যাচ শুরু হবে সকাল ১০টায়।

পাকিস্তান-বাংলাদেশ সিরিজের ম্যাচ সূচি
১৯ নভেম্বর (শুক্রবার) : ১ম টি-টোয়েন্টি, মিরপুর
২০ নভেম্বর (শনিবার) : ২য় টি-টোয়েন্টি, মিরপুর
২২ নভেম্বর (সোমবার) : ৩য় টি-টোয়েন্টি, মিরপুর

২৬-৩০ নভেম্বর : প্রথম টেস্ট, চট্টগ্রাম
৪-৮ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট, মিরপুর।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দেশে না ফিরে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল

দেশে না ফিরে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল

নিউজিল্যান্ডে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

নিউজিল্যান্ডে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

আবারও যুব বিশ্বকাপ খেলবেন রাকিবুল-সাকিব

আবারও যুব বিশ্বকাপ খেলবেন রাকিবুল-সাকিব

বিসিএলে যুক্ত হচ্ছে ওয়ানডে

বিসিএলে যুক্ত হচ্ছে ওয়ানডে