বাংলাদেশ সফর না এসে টি-টেন লিগে হাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৫ এএম, ১৫ নভেম্বর ২০২১
বাংলাদেশ সফর না এসে টি-টেন লিগে হাফিজ

আবুধাবি টি-টেন লিগে দিল্লি বুলসে ডাক পেয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। বাংলাদেশ সফরের স্কোয়াড থেকে নিজেকে প্রত্যাহার করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলার জন্য অনাপত্তি পত্র (এনওসি) চেয়েছেন তিনি।

শুক্রবার (১৯ নভেম্বর) থেকে মাঠে গড়াবে টি-টেন লিগের পঞ্চম আসর। এ আসরে মোহাম্মদ হাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি বুলস। টি-টেন লিগে খেলার জন্য বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।

তরুণদের জায়গা করে দিতেই বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানান এ অলরাউন্ডার। তার বদলি হিসেবে বাংলাদেশ সফরে পাকিস্তান দলে ডাক পেয়েছেন ইফতিখার আহমেদ।

এবারের টি-টেন লিগে দিল্লি স্কোয়াডে রয়েছেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। টি-টেন লিগে হাফিজের সতীর্থ হিসেবে থাকবেন মোহাম্মদ আমির, মোহাম্মদ আজম, ওয়াহাব রিয়াজ, রুম্মন রইস এবং আনোয়ার আলি।

পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছেন, ইতিমধ্যে টি-টেন লিগে খেলার জন্য এনওসি চেয়েছেন মোহাম্মদ হাফিজ। তবে এনওসি পাবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। নতুন নিয়মানুযায়ী পিসিবি তাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলার জন্য এনওসি দেয় না।

শুক্রবার থেকে শুরু হওয়া টি-টেন লিগের পর্দা নামবে ৪ ডিসেম্বর। সবগুলো ম্যাচই আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

মেয়েদের ফ্রাঞ্চাইজি ক্রিকেট নিয়ে আসছেন রমিজ রাজা

মেয়েদের ফ্রাঞ্চাইজি ক্রিকেট নিয়ে আসছেন রমিজ রাজা

অস্ট্রেলিয়া ম্যাচের আগে আইসিইউতে ছিলেন রিজওয়ান

অস্ট্রেলিয়া ম্যাচের আগে আইসিইউতে ছিলেন রিজওয়ান

পাকিস্তান সিরিজে থাকছে দর্শক, জেনে নিন ম্যাচ সূচি

পাকিস্তান সিরিজে থাকছে দর্শক, জেনে নিন ম্যাচ সূচি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত মালালার স্বামী

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত মালালার স্বামী