‘কেন ক্যাচ পড়ছে, করণীয় জ্ঞান দেওয়ার চেষ্টা করছি’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৫ এএম, ১৫ নভেম্বর ২০২১
‘কেন ক্যাচ পড়ছে, করণীয় জ্ঞান দেওয়ার চেষ্টা করছি’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যাচ মিসের জন্য সমালোচিত হয়েছে বাংলাদেশ। শুধু ক্যাচ মিস নয় করেছিল বাজে ফিল্ডিং। তাই তো ফিল্ডিং কোচ রায়ান কুকের সাথে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান বাবুল। দায়িত্ব নিয়েই কেন ক্যাচ পড়ছে, সে বিষয়েই কাজ করছেন বলে জানান তিনি।

রোববার (১৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পান মিজানুর রহমান বাবুল। দায়িত্ব পেয়েই দলকে নিয়ে ফিল্ডিং অনুশীলনে নেমে পড়েন তিনি। তবে বৃষ্টি বাধায় বেশি সময় করতে পারেননি অনুশীলন।

অনুশীলন শেষে বিকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নতুন ফিল্ডিং কোচ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, কেন ক্যাচ পড়ছে সে বিষয়ে কাজ করেছেন। তিনি বলেন, ‘ছেলেদের বেশিরভাগই বয়সভিত্তিক দলের হওয়ায় ওদের আমি ভালোভাবে চিনি। ওদের আমি মৌলিক জ্ঞানটা দেওয়ার চেষ্টা করেছি। কেন ক্যাচ পড়ছে, কি করা উচিত। এসব কথাই বলেছি।’

এছাড়াও ক্রিকেটারদের চাপমুক্তভাবে খেলার অনুপ্রেরণায় দিচ্ছেন বলে জানান নতুন ফিল্ডিং কোচ। তার মতে, কম চাপে খেললেই তারা ভালো করতে পারবে।

বলেন, ‘চাপ অবশ্যই থাকে। চাপ যারা কম নিতে পারে তারা তত বেশি ভালো পারফরম্যান্স করতে পারে। এটা হচ্ছে ভালো একটা টেকনিক।’

ক্রিকেটারদের ক্যাচ ধরার টেকনিক নিয়ে কাজ করতে হবেও বলে মনে করেন কোচ। তবে পাকিস্তান সিরিজের আগে তা নিয়ে কাজ করার সময় নেই বলেও জানান তিনি। বলেন, ‘ সবার টেকনিক এক রকম না। কিছু না কিছু ঘাটতি তো থাকে। সময় নিয়ে ধরে ধরে কিছুটা কাজ করতে হয়। ঐ কাজ করার সময় আপাতত এখন নেই।’

মিজানুর রহমান বাবুলের মতে ক্রিকেটাররা ব্যাটিং-বোলিংয়ের মতো ফিল্ডিংকে চ্যালেঞ্জ হিসেবে নিলে ভালো করবেন। তাই তো ক্রিকেটারদেরকে ফিল্ডিংকে চ্যালেঞ্জ হিসেবে নিতে বলছেন বলে জানান বাবুল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজেই খেলছেন না তামিম

পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজেই খেলছেন না তামিম

নাফিস ইকবাল লজিস্টিক ম্যানেজার, ফিল্ডিং কোচ মিজানুর রহমান

নাফিস ইকবাল লজিস্টিক ম্যানেজার, ফিল্ডিং কোচ মিজানুর রহমান

বাংলাদেশ সফর না এসে টি-টেন লিগে হাফিজ

বাংলাদেশ সফর না এসে টি-টেন লিগে হাফিজ

পাকিস্তান সিরিজে ভালো থাকবে মিরপুরের উইকেট : আকরাম খান

পাকিস্তান সিরিজে ভালো থাকবে মিরপুরের উইকেট : আকরাম খান