নাফিস ইকবাল লজিস্টিক ম্যানেজার, ফিল্ডিং কোচ মিজানুর রহমান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৭ এএম, ১৫ নভেম্বর ২০২১
নাফিস ইকবাল লজিস্টিক ম্যানেজার, ফিল্ডিং কোচ মিজানুর রহমান

টাইগারদের লজিস্টিক ম্যানেজার সাব্বির খানের পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সাথে তার জায়গায় সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে নিয়োগ দিয়েছে বিসিবি। এছাড়া পাকিস্তান সিরিজে টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্রে স্পোর্টসমেইল২৪.কম এ তথ্য নিশ্চিত হতে পেরেছে।

এদিকে, রোববার (১৪ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেপ স্টেডিয়ামে টাইগারদের অনুশীলনে তাদের দু’জনকেই দেখা গেছে। অনুশীলন শুরুর আগে নাফিস ইকবালকে সবাই স্বাগতম জানার। পরে দলের কোচিং স্টাফের সদস্যরাও নাফিস ইকবালে সাথে কথা বলেন।

এছাড়া টাইগারদের ফিল্ডিং কোচ রায়ান কুকের সাথে চুক্তি মেয়াদ বাড়াচ্ছে না বিসিবি। ফলে বিশ্বকাপ শেষে ছুটি কাটানো দক্ষিণ আফ্রিকার এ কোচ আর ঢাকায় ফিরছেন না। তার পরিবর্তে পাকিস্তান সিরিজে অন্তবর্তীকালীন হিসেবে দায়িত্ব পালন করবেন দেশীয় কোচ মিজানুর রহমান বাবুল।

পাকিস্তান সিরিজকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো মাঠে অনানুষ্ঠানিক অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। দুবাই থেকে দেশে ফিরেই রোববার মিরপুরে ব্যাটিং অনুশীলন করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুপুর দেড়টায় মিরপুরে অনুশীলন শুরু করেন তিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সিরিজে টাইগারদের দল ঘোষণা মঙ্গলবার

পাকিস্তান সিরিজে টাইগারদের দল ঘোষণা মঙ্গলবার

ওয়ানডে সিরিজ খেলতে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ

ওয়ানডে সিরিজ খেলতে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ

পাকিস্তান সিরিজে থাকছে দর্শক, জেনে নিন ম্যাচ সূচি

পাকিস্তান সিরিজে থাকছে দর্শক, জেনে নিন ম্যাচ সূচি

নিউজিল্যান্ডে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

নিউজিল্যান্ডে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ