নিউজিল্যান্ডকে হারিয়ে দ্রাবিড়-রোহিত জুটির দারুণ শুরু 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৮ নভেম্বর ২০২১
নিউজিল্যান্ডকে হারিয়ে দ্রাবিড়-রোহিত জুটির দারুণ শুরু 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ এক মিশন করেছে ভারত। বিশ্বকাপ শেষেই দলে এসেছে পরিবর্তন। রবি শাস্ত্রীর জায়গায় এসেছেন রাহুল দ্রাবিড়, বিরাট কোহলির স্থলাভিষিক্ত হয়েছে রোহিত শর্মা। পরিবর্তনের শুরুতেই নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের হারের প্রতিশোধ নিলো ভারত।

বুধবার (১৭ নভেম্বর) জয়পুরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাঁচ উইকেটে হারিয়েছে ভারত। অধিনায়কের পূর্ণকালীন দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই টস ভাগ্য রোহিতের পক্ষে যায়। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা।

টস হেরে ব্যাট করতে নেমে ভুবনেশ্বর কুমারের আউট সুইংয়ে পরাস্ত হয়ে প্যাভিলিয়নে ফেরেন কিউই ওপেনার ড্যারিল মিচেল। এরপরেই দলের হাল ধরেন ওপেনার মার্টিন গাপটিল এবং মার্ক চাপম্যান। দুইজন মিলে ৭৭ বলে গড়ে তোলেন ১০৯ রানের জুটি।

দলীয় ১১০ রানের মাথায় রবিচন্দন অশ্বিনের বলে আউট হয়ে ফেরেন মার্ক চাপম্যান। ফেরার আগে আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে দ্বিতীয় হলেও কিউই জার্সিতে এটা তার প্রথম হাফ সেঞ্চুরি ছিল। প্রথমটি করেছিলেন হংকংয়ের জার্সিতে।

চাপম্যানের বিদায়ের ওভারেই প্যাভিলিয়েনর পথ ধরেন গ্লেন ফিলিপস। একই ওভারে দুই উইকেট হারিয়ে কিছুটা পথ হারাতে বসেছিল নিউজিল্যান্ড। তবে ওপেনার মার্টিন গাপটিল এবং টিম সেইফার্ট জুটি দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার পথে হাফ সেঞ্চুরি করেন মার্টিন গাপটিল।

১৫০ রানে গাপটিল বিদায় নিলে স্লথ হয়ে আসে কিউইদের রানের গতি। শেষ পর্যন্ত ১৬৪ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।

১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেটে ঝড় তোলেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল এবং রোহিত শর্মা। দলীয় ৫০ রানে ব্যক্তিগত ১৫ রানে ফেরেন রাহুল। তবে ঝড় থামাননি অধিনায়ক রোহিত।

সুরিয়া কুমারকে সাথে নিয়ে কিউই বোলারদের তুলোধনা করা শুরু করেন। শেষ পর্যন্ত ১০৯ রানে ফেরেন রোহিত শর্মা। অধিনায়কের বিদায়ের পর সুরিয়া কুমারও নিজের ফিফটি তুলে নিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপরেই বিপদে পড়ে ভারত।

সুরিয়া কুমারের বিদায়ের পর ৪ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল ২৪ রান। ধারণা করা হচ্ছিলো খুব ভালোভাবেই জিতে যাবে ভারত। তবে টিম সাউদি-ট্রেন্ট বোল্টদের বোলিং তোপে শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার হয় ১০ রান। শেষ দুই বল থাকতে ঋষাভ পান্থের এক বাউন্ডারিতে জয়ের বন্দরে পৌঁছায় ভারত।

শেষ পর্যন্ত পাঁচ উইকেটে ম্যাচ জিতে সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে যাব ভারত।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিসিআইয়ের পরিবর্তে ভারতকে কর দিবে আইসিসি

বিসিসিআইয়ের পরিবর্তে ভারতকে কর দিবে আইসিসি

ওয়ানডে বিশ্বকাপ নিয়মে বদল আনলো আইসিসি

ওয়ানডে বিশ্বকাপ নিয়মে বদল আনলো আইসিসি

পদত্যাগ করলেন শ্রীলঙ্কার কোচ আর্থার

পদত্যাগ করলেন শ্রীলঙ্কার কোচ আর্থার

আইসিসির ক্রিকেট কমিটির প্রধান হলেন সৌরভ গাঙ্গুলি

আইসিসির ক্রিকেট কমিটির প্রধান হলেন সৌরভ গাঙ্গুলি