টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৭ এএম, ২০ নভেম্বর ২০২১
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপ শেষে নিজেদের প্রথম সিরিজে মাঠে নামছে বাংলাদেশ এবং পাকিস্তান। ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ। এ ম্যাচে টস জিতে সিদ্ধান্ত নিয়েছে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্বকাপ ব্যর্থতার কারণে স্কোয়াডে ছয় পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্বকাপ ব্যর্থতার দায়ে বাদ পড়েছেন লিটন দাস, রুবেল হোসেন এবং সৌম্য সরকার। এছাড়াও ইনজুরির কারণে নেই সাকিব আল হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিন। টেস্ট সিরিজকে সামনে রেখে মুশফিকুর রহিমকে দেওয়া হয়েছে বিশ্রাম।

ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে দলের বাইরে আছেন ওপেনার তামিম ইকবাল। তার বদলি হিসেবে লিটন দাস এবং সৌম্য সরকার খেলেছিলেন। তবে বাজে পারফর্মেন্সের কারণে বাদ পড়ায় বিকল্প খুজে নিয়ে বাংলাদেশ।

শুক্রবার (১৯ নভেম্বর) বাংলাদেশ একাদশে নাঈম শেখের ওপেনিং সঙ্গী হয়েছেন সাইফ হাসান। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নামলেন তিনি। 

চলতি বছরের নিউজিল্যান্ড সিরিজের পর আর সীমিত ওভারের দলে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। তিনিও ফিরেছেন একাদশে। এছাড়াও প্রায় ২১ মাস পর বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছেন আমিনুল ইসলাম বিপ্লব।

বাংলাদেশ একাদশ
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং শোয়েব মালিক।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশে নতুন মিশন

বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশে নতুন মিশন

ভারতের স্টেডিয়ামে ফিরছে শতভাগ দর্শক

ভারতের স্টেডিয়ামে ফিরছে শতভাগ দর্শক

ঘরের মাঠে বিশ্বকাপ খেলে বিদায় নিবেন ওয়েড

ঘরের মাঠে বিশ্বকাপ খেলে বিদায় নিবেন ওয়েড

তরুণ দল, সিরিজ চ্যালেঞ্জিং হবে : মাহমুদউল্লাহ

তরুণ দল, সিরিজ চ্যালেঞ্জিং হবে : মাহমুদউল্লাহ