তরুণ দল, সিরিজ চ্যালেঞ্জিং হবে : মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৬ এএম, ১৯ নভেম্বর ২০২১
তরুণ দল, সিরিজ চ্যালেঞ্জিং হবে : মাহমুদউল্লাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপের হতাশাকে পাশ কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ। বিশ্বকাপের হতাশাজনক পারফর্মেন্স এবং ইনজুরি সমস্যায় তরুণ একটি দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তরুণ দল নিয়ে মাঠে নামাটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতায় দল থেকে থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম এবং রুবেল হোসেন। ইনজুরির কারণে পাকিস্তান সিরিজের দলে নেই সাকিব আল হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়া ছয় ক্রিকেটার পরিবর্তে ডাক পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি রাব্বি, আকবর আলি, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম এবং সাইফ হাসান।

শান্ত-বিপ্লব এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও বাকি চারজন এখনও টি-টোয়েন্টি খেলার স্বাদ পাননি। এমনকি প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তারা। এ রকম তরুণ একটি দল নিয়ে মাঠে নামাটা চ্যালেঞ্জিং হবে তা নিয়ে কোনো সংশয় নেই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মনে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পাকিস্তান সিরিজের আগে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন, ‘তরুণ দল এটা কিছুটা চ্যালেঞ্জের তো হবেই। তবে এতে চাপের কিছু নেই । তবে চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে।’ 

পাকিস্তানের বিপক্ষে ভালো খেলার আশারবাণী শুনিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তার মতে সেরা একাদশ এবং উইকেট ভালো থাকলে যেকোনো কিছুই সম্ভব।

এ বিষয়ে রিয়াদ বলেন, ‘আমি পার্টিকুলারলি বিশ্বাস করি, টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে আপনার সেরা একাদশ ও উইকেট ভালো থাকে তাহলে ভালো কিছু আশা করতে পারেন আপনি।’

শুক্রবার (১৯ নভেম্বর) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং পাকিস্তান। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ এবং ২২ নভেম্বর।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

তামিমের সাথে সেরা করদাতার তালিকায় রিয়াদ-সৌম্য

তামিমের সাথে সেরা করদাতার তালিকায় রিয়াদ-সৌম্য

মুশফিক ইস্যুতে মাহমুদউল্লাহ’র মুখে কুলুপ

মুশফিক ইস্যুতে মাহমুদউল্লাহ’র মুখে কুলুপ

বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ মানছে না পাকিস্তান

বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ মানছে না পাকিস্তান

ম্যাচের একদিন আগেই ‘একাদশ’ জানিয়ে দিল পাকিস্তান

ম্যাচের একদিন আগেই ‘একাদশ’ জানিয়ে দিল পাকিস্তান