চেনা উইকেটে পাকিস্তানের কাছে সিরিজ খোয়ালো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৭ এএম, ২১ নভেম্বর ২০২১
চেনা উইকেটে পাকিস্তানের কাছে সিরিজ খোয়ালো বাংলাদেশ

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দলকে নাকানিচুবানি খাইয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে স্লো উইকেটে দুটি দলের বিপক্ষেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড গড়ে টাইগাররা। তবে বিশ্বকাপের মঞ্চে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। ব্যর্থ বিশ্বকাপ শেষে এবার ঘরের মাঠেও চেনা উইকেটে পাকিস্তানের কাছে সিরিজ খোয়ালো বাংলাদেশ।

শনিবার (২০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৪ উইকেটে।

প্রথম ম্যাচের দ্বিতীয় ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১০৮ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। মাত্র ১০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১ বল বাকি রেখেই ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান।

ব্যাট করেতে নেমে ২ ওভারের মধ্যে প্যাভিলিয়নে ফিরেন নাঈম-সাইফ। নাঈম ৮ বলে ২ ও সাইফ ১ বল খেলে শূন্য রান ফিরেন। প্রথম ম্যাচে তারা করেছিলেন ১ রান।

৫ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ে চাপে পড়া বাংলাদেশকে খেলায় ফেরান নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন। দ্রুত রান তুলেছেন দু’জনে। পাওয়া-প্লের সুবিধা কাজে লাগানোর লক্ষ্য ছিল শান্ত ও আফিফের। পুরোপুরি সফল না হলেও পাওয়ার প্লেতে ৩৬ রান পায় বাংলাদেশ।

অষ্টম ওভারে বাংলাদেশের স্কোর হাফ-সেঞ্চুরিতে পৌঁছায়। তবে নবম ওভারের প্রথম বলে শান্ত-আফিফের জুটি ভাঙ্গেন পাকিস্তানের স্পিনার শাদাব খান। ১টি করে চার-ছক্কায় ২১ বলে ২০ রান করেন আফিফ। তৃতীয় উইকেটে ৩৭ বলে ৪৬ রান তুলেন শান্ত ও আফিফ।

আফিফের বিদায়ের পর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সাথে আরও একটি জুটি গড়ার চেষ্টা করেন শান্ত। ভালো শুরুর পরও বড় জুটি গড়তে পারেননি তারা। ১৩তম ওভারে মাহমুদউল্লাহর বিদায় ঘটে। পেসার হারিস রউফের বলে আউট হওয়ার আগে ১টি চারে ১৫ বলে ১২ রান করেন মাহমুদউল্লাহ। শান্ত-মাহমুদউল্লাহ ২৭ বলে ২৮ রান যোগ করেন।

পরের ওভারে থামেন শান্তও। দারুণ খেলতে থাকা শান্তকে শিকার করেন শাদাব। নিজের বলে নিজেই দারুণ এক ক্যাচ নেন শাদাব। ৫টি চারে ৩৪ বলে ৪০ রান করেন শান্ত। শান্তর ফিরে যাওয়ায় উইকেটে আসেন মাহেদি হাসান। আগের ম্যাচে ২০ বলে ৩০ রানের ইনিংস খেলে বাংলাদেশকে লড়াই করার পুঁজি এনে দিয়েছিলেন মাহেদি। কিন্তু আজ ৮ বলে ৩ রানের বেশি করতে পারেননি তিনি। এতে ১৬তম ওভারে ৮৮ রানে ৬ উইকেট পতনে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় বাংলাদেশের।

ক্রিজে বাংলাদেশের পক্ষে স্বীকৃত ব্যাটারদের মধ্যে ছিলেন নুরুল হাসান। আফ্রিদির দ্বিতীয় শিকার হয়ে ১১ রানের বেশি করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১০৮ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ। আমিনুল ইসলাম বিপ্লব ৮ ও তাসকিন আহমেদ ২ রানে অপরাজিত ছিলেন।

সিরিজ জয় নিশ্চিত করতে ১০৯ রানের সহজ টার্গেট পায় পাকিস্তান। সেই লক্ষ্যে স্পিনার মাহেদির করা ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি মারেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান।

পরের ওভারে পেসার তাসকিনকেও বাউন্ডারি হাকান রিজওয়ান। তবে তৃতীয় ওভারে বাংলাদেশকে উইকেট শিকারের আনন্দে মাতান পেসার মোস্তাফিজুর রহমান। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে বোল্ড করেন ফিজ। এ ম্যাচে ৫ বলে ১ রান করা বাবর প্রথমটিতে তাসকিনের বলে বোল্ড হয়েছিলেন।

শুরুতেই অধিনায়ককে হারানোর পর সতর্ক হয়ে পড়েন রিজওয়ান ও তিন নম্বরে নামা ফখর জামান। তাদের সতর্কতায় পাওয়ার প্লেতে ২৭ রান পায় পাকিস্তান। ১০ ওভার শেষে রান ৫০। এরপর রানের গতি বাড়ানোর চেষ্টা করেন রিজওয়ান ও জামান। তবে ১২তম ওভারে জীবন পান জামান। লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে বল উড়িয়ে মারতে গিয়ে আকাশে বল তুলে দেন জামান। ডিপ উইকেটে ক্যাচ নেয়ার সুযোগ পেয়েও সেটি হাতছাড়া করেন সাইফ। বলও চলে যায় সীমানায়। তখন ব্যক্তিগত ২৬ রানে ছিলেন জামান।

জীবন পেয়ে আর পেছনে ফিরে তাকাননি জামান। ৪০তম বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফ-সেঞ্চুরি তুলে নেন জামান। হাফ-সেঞ্চুরি পাওয়া জামানের সাথে ম্যাচ শেষ করার পথেই ছিলেন রিজওয়ান। কিন্তু দলীয় ৯৭ রানে রিজওয়ানকে শিকার করেন বিপ্লব। এবার ক্যাচ মিস করেননি সাইফ। ৪টি চারে ৪৫ বলে ৩৯ রান করে আউট হন রিজওয়ান।

দ্বিতীয় উইকেটে রিজওয়ান-জামান ৭৮ বলে ৮৫ রান তুলেন। রিজওয়ানের বিদায়ে উইকেটে আসেন হায়দার আলি। তখন জয়ের জন্য ২৭ বলে ১২ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। সেই কাজটুকু বিপদ ছাড়াই সাড়েন জামান ও হায়দার। ৫১ বলে ২টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫৭ রান করেন জামান। ৬ রানে অপরাজিত থাকেন হায়দার।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জয়ের আশা জাগিয়ে হারের স্বাদ পেল বাংলাদেশ

জয়ের আশা জাগিয়ে হারের স্বাদ পেল বাংলাদেশ

বাংলাদেশকে জরিমানা, হাসান আলিকে তিরস্কার

বাংলাদেশকে জরিমানা, হাসান আলিকে তিরস্কার

বাংলাদেশিদের হাতে পাকিস্তানি পতাকা, মাশরাফির হৃদয়ে রক্তক্ষরণ

বাংলাদেশিদের হাতে পাকিস্তানি পতাকা, মাশরাফির হৃদয়ে রক্তক্ষরণ

বিপ্লবকে বোলিং না করানোর কারণ জানালেন মাহমুদউল্লাহ

বিপ্লবকে বোলিং না করানোর কারণ জানালেন মাহমুদউল্লাহ