‘প্রস্তুত ছিলেন না’ বল ছাড়ার ব্যাখ্যায় নওয়াজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৪ এএম, ২৪ নভেম্বর ২০২১
‘প্রস্তুত ছিলেন না’ বল ছাড়ার ব্যাখ্যায় নওয়াজ

পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে শেষ বল পর্যন্ত রোমাঞ্চ ছড়িয়েছে বাংলাদেশ। ম্যাচের শেষ বলে ডেড বল ঘোষণা করে আম্পায়ার। তার আগে অবশ্য শেষ মাহমুদউল্লাহ রিয়াদ বল করলেও শেষ মুহূর্তে ছেড়ে দেন নেওয়াজ। বল ছাড়ার ব্যাখ্যায় নওয়াজ বলেন, বলটি খেলার জন্য প্রস্তুত ছিলেন না তিনি।

সোমবার (২২ নভেম্বর) ম্যাচ শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া এক ভিডিও বার্তায় বল ছাড়ার বিষয়টি খোলাসা করেন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ।

ম্যাচের শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। প্রথম ৫ বলে তিন উইকেট এবং ৬ রান দিয়ে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় এক বলে দুই রান। সে সময় শেষ বল করতে কিছুটা বুদ্ধিদীপ্ত বোলিং করেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ বলে কিছুটা পিছন থেকে বল ছাড়েন তিনি।

বল ছাড়ার পর তা না খেলে ছেড়ে দেন মোহাম্মদ নওয়াজ। এতেই আম্পায়ার ডেড বল ঘোষণা করেন। এতে বাংলাদেশের খেলোয়াড়রা কিছুটা প্রতিবাদ করলেও পরবর্তীতে তা মেনে নেয়।

বল ছাড়ার ব্যাখ্যায় নওয়াজ জানান, তিনি যখন গার্ড নিচ্ছিলেন এমন সময় মাহমুদউল্লাহ বল ছাড়েন। উপরের দিকে তাকাকেই দেখেন বল আসছেন। অপ্রস্তুত থাকায় শেষ পর্যন্ত বল ছেড়েছেন বলে দাবি তার।

এ প্রসঙ্গে নওয়াজ বলেন, ‘আমি তখন নিচের দিকে তাকিয়ে গার্ড নিচ্ছিলাম। তখন সে বল ডেলিভারি করে ফেলে। বল যখন অর্ধেক চলে আসে তখন আমি উপরের দিকে দেখেছি। এজন্য আমি ছেড়ে দিয়েছি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নওয়াজের সরে যাওয়া, ক্রিকেটে আইনে ব্যাখ্যা কী?

নওয়াজের সরে যাওয়া, ক্রিকেটে আইনে ব্যাখ্যা কী?

চট্টগ্রাম টেস্টে তাসকিন নেই, শঙ্কা রেখেই দলে সাকিব

চট্টগ্রাম টেস্টে তাসকিন নেই, শঙ্কা রেখেই দলে সাকিব

নিউজিল্যান্ড সফরেও তামিমকে পাচ্ছে না বাংলাদেশ

নিউজিল্যান্ড সফরেও তামিমকে পাচ্ছে না বাংলাদেশ

বিপিএল আয়োজনে ফ্র্যাঞ্চাইজি খুঁজছে বিসিবি

বিপিএল আয়োজনে ফ্র্যাঞ্চাইজি খুঁজছে বিসিবি