চট্টগ্রাম টেস্টে তাসকিন নেই, শঙ্কা রেখেই দলে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৪ এএম, ২৩ নভেম্বর ২০২১
চট্টগ্রাম টেস্টে তাসকিন নেই, শঙ্কা রেখেই দলে সাকিব

ফাইল ফটো

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দল দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার চট্টগাম টেস্টের জন্য ১৬ সদস্যের দল দিয়েছে বিসিবি।

ঘোষিত দলে চোটের কারণে জায়গা পাননি পেসার তাসকিন আহমেদ। এছাড়া সাকিব আল হাসানকে রাখা হলেও দেওয়া হয়েছে শর্ত। বলা হয়েছে ফিট থাকলে তাকে দলে রাখা হবে।

জাতীয় দলের টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ব্যাটার মাহমুদুল হাসান জয়। এছাড়া স্কোয়াডে রয়েছেন পেসার রেজাউর রহমান রাজা।

শুক্রবার (২৬ নভেম্বর) থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২১ বছর বয়সী চট্টগ্রাম বিভাগের ব্যাটার মাহমুদুল হাসান জয়কে টেস্ট দলে নেওয়ার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘চলমান জাতীয় ক্রিকেট লিগে মাহমুদুল হাসান জয় ইতিমধ্যে দুইশত রান করেছেন।’
sportsmail24
মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা (বাঁ থেকে)

সিলেটের পেসার রেজাউর রহমান রাজার বিষয়ে বলা হয়, ২২ বছর বয়সী রাজা, যিনি বিসিবি এইচপি এবং উদীয়মান দলগুলোতে প্রতিনিধিত্ব করেছে। সিলেট বিভাগ এবং ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে ১০টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৩ উইকেট শিকার করেছেন।’

এছাড়া সাকিব আল হাসানকে দলে রাখা হলেও প্রথম টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। চট্টগ্রামে টেস্টে সাকিবের খেলা হবে কি-না তা নির্ভর করবে তার ফিটনেস মূল্যায়নের উপর।

এদিকে, ঘোষিত দলে নতুন দুই মুখ ছাড়াও স্কোয়াডে আবারও জায়গা পেয়েছেন এখন কোট টেস্ট না খেলা ইয়াসির আলি রাব্বি। এর আগে টেস্ট স্কোয়াডে ডাক পেলেও কোন ম্যাচ খেলা হয়নি তার।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দল
মমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান, মেহেদী হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা ও সাকিব আল হাসান (ফিট থাকা সাপেক্ষে)।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টেস্ট স্কোয়াড দিলো পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টেস্ট স্কোয়াড দিলো পাকিস্তান

বিপিএল আয়োজনে ফ্র্যাঞ্চাইজি খুঁজছে বিসিবি

বিপিএল আয়োজনে ফ্র্যাঞ্চাইজি খুঁজছে বিসিবি

সিরিজ সেরার পুরষ্কার উঠলো রিজওয়ানের হাতে

সিরিজ সেরার পুরষ্কার উঠলো রিজওয়ানের হাতে

টি-টোয়েন্টিতে নিজ ঘরে টাইগারদের হোয়াইটওয়াশ লজ্জা

টি-টোয়েন্টিতে নিজ ঘরে টাইগারদের হোয়াইটওয়াশ লজ্জা