লিটনের ব্যাটিং শৈলীতে মুগ্ধ প্রতিপক্ষ পাকিস্তানও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৩ এএম, ২৭ নভেম্বর ২০২১
লিটনের ব্যাটিং শৈলীতে মুগ্ধ প্রতিপক্ষ পাকিস্তানও

দিনের খেলা শেষ হওয়ার সাথে সাথেই অভিনন্দনের জোয়ারে ভেসেছেন বাংলাদেশি ব্যাটার লিটন দাস। আলিঙ্গন করে লিটনকে অভিনন্দন জানান পাকিস্তানি পেসার হাসান আলি। সে তালিকায় ছিলেন আজহার আলি, শাহীন শাহ আফ্রিদিসহ বাকিরাও।

লিটনের ব্যাটিং মানে শিল্পীর তুলিতে আকা দারুণ এক ছবি। পুরো মাঠকে ক্যানভাস বানিয়ে দারুণ সব শট খেলে সবাইকে মুগ্ধ করে রাখেন তিনি।

শুক্রবার (২৬ নভেম্বর) চট্টলার মাঠে বাহারি সব ক্রিকেটীয় শটে প্রতিপক্ষকেও মুগ্ধ করেছেন লিটন দাস। তাই তো প্রতিপক্ষের কাছ থেকেও পেয়েছেন অভিনন্দন বার্তা।

শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশন বাংলাদেশের জন্য ছিল হতাশাজনক। ফিরে যান চার টপ অর্ডার ব্যাটার। তাদের বিদায়ে দলের হাল ধরেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। এ দুইজনের ব্যাটে ভর করে দিনটি নিজেদের করে নেয় বাংলাদেশ।

উইকেটে থিতু হতে সময় নিচ্ছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ঠিক সে সময় দলের রানের চাকা সচল রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন লিটন। এক সময় মুশফিক এবং লিটন সমান তালে নিজেদের রান বাড়াচ্ছিলেন। তবে আবারও এগিয়ে যান লিটন। শুধু এগিয়ে যাওয়া নয়, তুলে নেন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি।

নওমান আলির বল ঠেলে দিয়ে সেঞ্চুরিতে পৌছানো মাত্র তালি দিতে শুরু করেন পাকিস্তানের ফিল্ডাররা। এতেই বোঝা যায়, লিটনের এ ইনিংস প্রতিপক্ষকেও মুগ্ধ করে দিয়েছে। দিনের খেলা শেষে ক্রিকেটীয় আচরণের প্রকাশ ঘটিয়ে লিটনকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান পাকিস্তানি ক্রিকেটাররা।

তবে যতই অভিনন্দন জানাক, দ্বিতীয় দিনের শুরুতেই লিটনকে ফেরাতে চাবে পাকিস্তানি বোলাররা। না হলে যে পাকিস্তানের জন্য ম্যাচ বের করে আনা হয়ে উঠবে বেশ কঠিন। এখন দেখার অপেক্ষা নিজের ইনিংস কতটা এগিয়ে নিতে পারেন লিটন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ঘরের মাঠে তামিমকে সরিয়ে সেরা মুশফিক

ঘরের মাঠে তামিমকে সরিয়ে সেরা মুশফিক

নির্ধারিত সময়ের আগেই শুরু হবে দ্বিতীয় দিনের ম্যাচ

নির্ধারিত সময়ের আগেই শুরু হবে দ্বিতীয় দিনের ম্যাচ

লিটন-মুশফিকের ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি, স্বস্তিতে বাংলাদেশ

লিটন-মুশফিকের ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি, স্বস্তিতে বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে লিটনের প্রথম শতক

টেস্ট ক্রিকেটে লিটনের প্রথম শতক