ঘরের মাঠে তামিমকে সরিয়ে সেরা মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪১ এএম, ২৭ নভেম্বর ২০২১
ঘরের মাঠে তামিমকে সরিয়ে সেরা মুশফিক

ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক এখন অভিজ্ঞ মুশফিকুর রহিম। টাইগারদের ড্যাশিং খ্যাত ওপেনার তামিম ইকবালকে টপকে শীর্ষ স্থান দখল করলেন মুশফিক।

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেছেন মুশফিক। এ খেলার পথে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে টপকে শীর্ষ স্থান দখল করেছেন তিনি।

টেস্ট ক্রিকেটে এর আগে ঘরের মাঠে মুশফিকের রান ছিল ২ হাজার ৫৮২। শুক্রবার (২৬ নভেম্বর) ৮২ রানের ইনিংসের পর মুশফিকের সংগ্রহ এখন ২ হাজার ৬৬৪ রান।

৪৪ টেস্টের ৭৮ ইনিংসে ব্যাট করেছেন তিনি। ব্যাট হাতে মুশফিকের দখলে ৩টি সেঞ্চুরি ও ১৫টি হাফ-সেঞ্চুরি, যেখানে গড় ৩৭ দশমিক ৫২। অন্যদিকে, ৩৭ ম্যাচের ৭০ ইনিংসে ৩৭ দশমিক ৯৭ গড়ে ২ হাজার ৬২০ রান তামিমের। ৫টি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরি আছে তামিমের।

তামিমের পর এ তালিকার তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। ৩৮ ম্যাচের ৬৮ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরিতে ২৫৪৫ রান করেছেন সাকিব।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট ক্রিকেটে লিটনের প্রথম শতক

টেস্ট ক্রিকেটে লিটনের প্রথম শতক

বিসিএলে একই দলে তামিম-মমিনুল-মুশফিক-আশরাফুল

বিসিএলে একই দলে তামিম-মমিনুল-মুশফিক-আশরাফুল

১১ ইনিংস পর মুশফিকের ফিফটি

১১ ইনিংস পর মুশফিকের ফিফটি

নিউজিল্যান্ড সফরেও তামিমকে পাচ্ছে না বাংলাদেশ

নিউজিল্যান্ড সফরেও তামিমকে পাচ্ছে না বাংলাদেশ