না খেলেও ইনজুরিতে কেন নাসির?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০২ এএম, ১০ এপ্রিল ২০১৮
না খেলেও ইনজুরিতে কেন নাসির?

বিসিবি ভবনে সোমবার টাইগার দলের সদস্য নাসির হোসেন এসেছিলেন ক্রাচে ভর দিয়ে! মাটিতে পা ফেলতে পারছিলেন না। ডান পায়ে নাকি ব্যথা পেয়েছেন। কিভাবে ব্যথা পেলেন নাসির? তিনি তো মাঠের বাইরে ছুটিতে!

নাসির হোসেনের নেতৃত্বে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করে আবাহনী লিমিটেড। শিরোপা নির্ধারনী ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করে ম্যাচসেরার পুরষ্কারও জেতেন আবাহনীর অধিনায়ক। আবাহনীকে চ্যাম্পিয়ন করানোর পর আশা করা হচ্ছিল, সুদিন ফিরছে ডানহাতি এ অলরাউন্ডারের।

কিন্তু কিসের কি! ঢাকা লিগ শেষ হওয়ার তিনদিন পরেই গণ্ডগোল বাঁধালেন নাসির নিজেই। ছুটিতে থেকেও পায়ে ব্যাথা পেয়েছেন নাসির। তবে কোথায় কিভাবে এমন ইনজুরিতে পড়েছেন তার কোনো সদুত্তর পাওয়া যায়নি।

তবে বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, ইনজুরিটা মোটেও হালকা কিছু নয়। নাসিরের পায়ের প্রাথমিক নিরীক্ষা শেষে তিনি বলেন, ‘তাকে (নাসির) আমরা অ্যাপোলোতে পাঠিয়েছি। এমআরআই রিপোর্ট দেখে ইনজুরির ব্যাপারে বিস্তারিত জানা যাবে। তবে আমি যতটুকু দেখেছি, তাতে এই চোট মোটেও হালকা কিছু নয়। হয়তো লম্বা সময় মাঠের বাইরেও থাকা লাগতে পারে তার।’

বিসিবির তরফ থেকে জানানো হয়েছে, জিমে ফিটনেস ট্রেনিংয়ের সময় চোট পেয়েছেন নাসির। তবে নাসিরের কাছের মানুষদের কাছ থেকে জানা গেছে, সিরাজগঞ্জে ফুটবল খেলতে গিয়ে এ ইনজুরি বাধিয়েছেন নাসির।


শেয়ার করুন :


আরও পড়ুন

গেইলের পর ম্যাককালাম

গেইলের পর ম্যাককালাম

অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে প্রস্তুত ক্লার্ক

অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে প্রস্তুত ক্লার্ক

ভক্তদের কাছে দোয়া চাইলেন অসুস্থ রুবেল

ভক্তদের কাছে দোয়া চাইলেন অসুস্থ রুবেল

পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের আশা পাকিস্তানের

পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের আশা পাকিস্তানের